সোমবার, জানুয়ারি ১৩Dedicate To Right News
Shadow

বিপ্লবের চেতনা সমুন্নত রেখে কাজ করতে হবে: বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নবনিযুক্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ

Spread the love

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। শহীদদের রক্তস্নাত এ পলল ভূমিকে একটি সমৃদ্ধ স্বদেশে পরিণত করার মধ্যদিয়েই এ বিপ্লবের সফলতা নির্ভর করবে।

বাংলাদেশকে এ অঞ্চলের একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য ও এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশপ্রেম ও আন্তরিকতার সাথে কাজ করতে তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

বিমানবন্দরসমূহের সেবার মান আরও বৃদ্ধি, বিমান বাংলাদেশের যাত্রীসেবা, ফ্লাইট সিডিউল ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। দেশের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহকে ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করার যথাযথ উদ্যোগ এবং কক্সবাজার বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা উপদেষ্টা জানান।

তিনি আজ অপরাহ্নে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদেরসাথে মত বিনিময়কালে এ কথা বলেন।

মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, আব্দুন নাসের খান, ফাতেমা রহিম ভীনা, মো. আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে নবনিযুক্ত উপদেষ্টা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *