কখনো সুযোগ হয়নি তার চোখে চোখ রাখার
হয়নি সুযোগ কখনো হাতটি ছুঁয়ে দেখার,
কখনো হয়-ই নি সুযোগ তার হৃদয়ে থাকার
কিংবা দুঃসাহসিকতায় তাকে জড়িয়ে ধরার।তাহলে তাই বলে কি তাকে
ভালোবাসতেও মানা?নাহ, তা তো কখনো নয়।
বরং হৃদয় উজাড় করা ভালোবাসা তো
কেবল তারই জন্য।সে বুঝুক, অথবা না বোঝার ভান করুক
কি-ই বা আমার তাতে আসে যায়!
অবুঝমনা হয়ে থাকুক এ মনের অন্তরায়।