সোমবার, জানুয়ারি ১৩Dedicate To Right News
Shadow

৯ বছরে দীপ্ত টিভি!

Spread the love

একদিকে ডাবল সিরিজ, অন্যদিকে মেগা সিরিয়াল, ৯ বছরে দীপ্ত টিভি বদলে ফেলেছে বাংলাদেশের টিভি বিনোদনের দুনিয়াকে। সুলতান সুলেমান, বাহার, রহস্যময়ীর মতো বিদেশী সিরিজের সাথে বাংলা টিভি অডিয়েন্সের প্রায়োরিটি পেয়েছে মান অভিমান, মাশরাফি জুনিয়র বা পালকীর মতো ডেইলিশোপও। টিভি ফিচার ফিল্ম বা অ্যানিমেশন শর্টস দীপ্ত প্রতিবারই টিভিতে ক্রিয়েট করেছে নতুন নতুন মিডিয়াম। ফিকশন, নন-ফিকশন, নিউজ ও ডকুমেন্টারি নিয়ে কালারফুল দীপ্ত টিভি এই আগামীকাল ১৮ নভেম্বরে পূর্ণ করছে তার ৯ বছরের এক্সাইটিং জার্নি।

এ প্রসঙ্গে দীপ্ত টিভির অফিসার প্রোগ্রাম জাকিয়া সুলতানা বলেন, আগামী বছরের চ্যালেঞ্জ আর নতুন নতুন সব অনুষ্ঠানের আইডিয়া নিয়ে কাজ করছে দীপ্ত টিভি। অডিয়েন্সকে সাথে নিয়ে, অডিয়েন্সের জন্যই তৈরি হওয়া দীপ্ত টিভির প্রোগ্রামগুলো হতে যাচ্ছে আরও এঙ্গেজিং, আরও এন্টারটেইনিং। এক্সাইটিং এই জার্নিতে আপনাদের স্বাগত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *