সম্প্রতি মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও ‘তুমি ছাড়া শূণ্য জীবন’। আরথ্রি টিউন (R3 Tune) ইউটিউব চ্যানেলে রবিবার (১৭ নভেম্বর) চ্যানেলে বিকাল ৩টায় এটি মুক্তি দেওয়া হয়।
সাংবাদিক সানী আজাদের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন সানী আজাদ এবং মুন। এর সুর ও সঙ্গীত আয়োজনে রয়েছেন আহমেদ সজীব। মিউজিক ভিডিওর মডেলিংয়ে অংশ নিয়েছেন ধীমন বড়ুয়া এবং বৃষ্টি চৌধুরী। কোরিগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। প্রযোজনায় ধীমন বড়ুয়া।
বিশেষত প্রযোজক ধীমন বড়ুয়া একাধিক নাটক ও চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এবারই প্রথম গানে মডেল হয়েছেন তিনি।
নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে ধীমন বড়ুয়া বলেন, সবমিলিয়ে চমৎকার একটি গান হয়েছে।ভিন্নধারার লুকে ক্যামেরার সামনে গানটি দর্শক- শ্রোতাদের ভাল লাগবে বলেই আমি মনে করি।
কোরিও গ্রাফার মাইকেল বাবু বলেন, ” প্রথম হিসেবে ক্যামেরার সামনে ধীমন বড়ুয়ার কাজ ছিল অনবদ্য। প্রতিটি সিনেই ছিল তার উপস্থিতি নিখুঁত। আশা করি, গানটির কাজ দর্শকদের মন ছুয়ে যাবে। এছাড়াও আমি আমার সেরাটিই দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শকরাই বলে দিবে। “