সোমবার, জানুয়ারি ১৩Dedicate To Right News
Shadow

আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে তামাক বিরোধী ক্যাম্পেইন

Spread the love

অপসংস্কৃতির আগ্রাসন ঠেকাতে এবং স্বাস্থ্যবান জাতি গঠনে চলচ্চিত্র, নাটক এবং ওয়েবসিরিজে পছন্দের শিল্পীকে দিয়ে ধূমপান ও মাদক সেবনের প্ররোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। ২৬ নভেম্বর, ২০২৪ সকাল সাড়ে ১০টায় মানস-মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর উদ্যোগে উত্তরায় অনুষ্ঠিত তামাক ও মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানান শিক্ষার্থী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
কর্মসূচির উদ্বোধন করেন ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব মিয়া এবং সম্মানিত অতিথি ছিলেন মানস সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। কর্মসূচিতে আইইউবিএটি’র শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও তামাক নিয়ন্ত্রণ কর্মীরা অংশগ্রহণ করেন।
অধ্যাপক ড. আব্দুর রব মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। এর পরেই কর্মজীবন এবং পরিবারসহ রাষ্ট্রের নানাবিধ দায়িত্ব গ্রহণ করার সময়। এই সময়ে তামাক বা মাদকের হাতছানি এড়িয়ে চলতে হবে। তরুণদের পছন্দের বিনোদন মাধ্যম চলচ্চিত্রে ধূমপান, মাদক সেবনের দৃশ্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে। তরুণরা বিপথগামী হলে বাংলাদেশ উন্নয়নের গতিপথ থেকে ছিটকে যেতে পারে। কারণ, সুস্থ-সবল জনগোষ্ঠি উন্নয়নের চাবি কাঠি।
অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, দেশে কিশোর গ্যাং নামক অপসংস্কৃতিসহ সামাজিক অপরাধ বাড়ছে। কিশোর-তরুণদের মধ্যে ধূমপান ও মাদকাসক্তি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে, যা উদ্বেগজনক! এমতাবস্থায়, বিনোদন মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে ধূমপানের দৃশ্য ফলাও করে প্রচার করা হচ্ছে। ছোটরা অনুকরণ প্রিয়। সেলিব্রেটিদের হাতে সিগারেট, এলকোহল তরুণদের মধ্যে বিপথগামী পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের রুপ ধারণ করতে পারে কারণ, এসব দৃশ্য কিশোর-তরুণদেরকে নেশায় প্ররোচনা দিচ্ছে। তাই এখনই সচেতনতা বৃদ্ধির সময়। আগামীতে চিকিৎসা খাতের চাপ ও স্বাস্থ্য ব্যয় কমানোর লক্ষে আজকের কিশোর-তরুণদের ধূমপানসহ সকল ক্ষতিকর নেশা থেকে বিরত রাখতে সচেতনতা কর্মসূচির বিকল্প নেই।
অবস্থান ও লিফলেট বিতরণের পর একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় নার্সিং বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন এবং ধূমপান বিরোধী গান পরিবেশন করেন। ফেস্টুনে তরুণরা কর্মসূচিতে ‘নাটক, সিনেমা, ওয়েবসিরিজে ধূমপানের দৃশ্য বন্ধ করুন: কিশোর-তরুণরা বিপথগামী হলে পথ হারাবে দেশ!’ ‘ওটিটি প্ল্যাটফর্মের খসড়া নীতিতে ধূমপানের দৃশ্য বন্ধের উদ্যোগ নিন, কিশোর-তরুণদের বাঁচান।’ ‘ধূমপান ও মাদক সেবন বিনোদন নয়, মৃত্যু ও ভোগান্তির কারণ’ শীর্ষক দাবীসমূহ তুলে ধরেন এবং তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণের প্রতিবাদ জানিয়ে একটি স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
এ সময় চলচ্চিত্রে ধূমপান ও মাদকের পরিবর্তে সমাজ সচেতনতা ও দেশপ্রেমসহ ইতিবাচক বিষয় ফুটিয়ে তুলতে পরিচালক, প্রযোজক ও শিল্পী-কলাকূশলীদের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *