নতুন গ্রাহকদের জন্য ক্যাম্পেইন চালু করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এ ক্যাম্পেইনের আওতায় বিকাশ পেমেন্টে মূল্যছাড় পাবেন ফুডপ্যান্ডায় যুক্ত হওয়া নতুন গ্রাহক। গ্রাহকদের কাছে ক্যাশলেস ট্রানজেকশনকে আরও জনপ্রিয় করতে চলতি বছরের মে মাস থেকেই বিকাশ গ্রাহকদের আকর্ষণীয় সব অফার দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
এখন ফুডপ্যান্ডায় যুক্ত হওয়া নতুন গ্রাহকরা অ্যাপ ইন্সটল করার পর BKASHNC100 এই কোডটি ব্যবহার করলে প্রথম অর্ডারে ১০০ টাকা ছাড় পাবেন। অফারটি পেতে গ্রাহককে কমপক্ষে ২০০ টাকা মূল্যের পণ্য অর্ডার করতে হবে। এক্ষেত্রে গ্রাহককে তাদের ফুডপ্যান্ডা অ্যাপের পেমেন্ট মেথড অপশনে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। অ্যাকাউন্ট যুক্ত হলে গ্রাহক ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন এবং তাদের পছন্দ অনুসারে দারুণ সব ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
অর্ডার অভিজ্ঞতাকে আরও সহজ করার লক্ষ্যে প্রায় সব প্রধান ব্যাংকের কার্ড ও বিকাশের মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট করার সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা। এখন প্রায় ৭৮ শতাংশ গ্রাহক ক্যাশ অন ডেলিভারি মেথডের মাধ্যমে ফুডপ্যান্ডার সেবা নিচ্ছেন। ফলে দিন দিন গ্রাহকদের মোবাইল ওয়ালেট কার্ড ব্যবহারের প্রবণতা বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে।
ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে গ্রাহকরা আরও নিরাপদে তাদের লেনদেন করার সুযোগ পাচ্ছেন। সাথে মিলছে ডিজিটাল স্টেটমেন্ট। এছাড়া এই মহামারীতে ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন মাত্র কয়েকটি ট্যাপের সাহায্যে গ্রাহকরা ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ডের পেমেন্টের মাধ্যমে ফুডপ্যান্ডায় তাদের পছন্দের খাবার কিংবা গ্রোসারি অর্ডার করতে পারছেন গ্রাহকরা।