বিভিন্ন শিল্পখাতে ৬০০-এর বেশি পদে ২৫০০-এর বেশি চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ নিয়ে ১৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহনে আজ ২৯ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘জব উৎসব ২০২৪’ বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রæপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নূরুজ্জআমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম এবং মাইক্রোসফটের (বাংলাদেশ, ভুটান, নেপাল) ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্¦বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার এবং বক্তব্য রাখেন ক্যারিয়র ডেভেলাপসেন্টারের পরিচালক ও ‘জব উৎসব ২০২৪’ তানভীর আবীর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিৃটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিজার আহমেদ। দুই দিনব্যাপী সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এই উৎসব চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
এ উৎসবের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি হয় এবং চাকরিপ্রার্থীরাও তাদের নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। তাছাড়া বিশ^বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং তরুণ চাকরিপ্রার্থীদের কর্মজীবন শুরু করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ কওে এ ‘জব উৎসব ২০২৪’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আখতার বলেন, ‘এটাকে শুধু ‘চাকরির মেলা’ নয়, বরং এটা শিক্ষার্থীদের জন্য তাদের কর্মক্ষেত্রে প্রবেশের একটা দারুণ সুযোগ। পাশাপাশি এই ‘জব উৎসবে’ শিক্ষার্থীদের চাকরির জন্য প্রস্তুত করতে যে অন্যান্য পদক্ষেপ গুলো নেয়া হয়েছে, তা আমাদের শিল্প খাতের জন্য সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীদের এই সুযোগকে অবশ্যই কাজে লাগানো উচিত।’
এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুবল উল হক মজুমদার বলেন, এই বিশ্ববিদ্যালয় পুরোপুরি শিক্ষার্থীবান্ধব। তাদেরকে পড়াশোনার পাশাপাশি শিল্পখাতের জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলার জন্য সবধরনের কার্যক্রম কর্তৃপক্ষ গ্রহণ করে আসছে। তৃতীয় বারের মতো আয়োজিত এই ‘জব উৎসব’-এ আমরা আশাবাদী আমাদের শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পাবে এবং চাকরির বাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে যথাযথ দিক-নির্দেশনাও পাবে।
উৎসবে অংশগ্রহণকারীদের দক্ষতা এবং পেশাগত উন্নয়নে সহায়তা করার জন্য এই আয়োজনের অংশ হিসেবে আরও বিভিন্ন কার্যক্রম রয়েছে। এর মধ্যে শিল্পখাতের শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে দৃষ্টিভঙ্গি ও নির্দেশনার জন্য ‘লিডারস টক সেশন’, শিল্পখাতের নতুন ট্রেন্ড নিয়ে আলোচনা করার জন্য তিনটি বিশেষ ‘মাস্টারক্লাস সেশন’, চাকরি প্রার্থীদের পেশাদারিত্ব এবং চাকরির জন্য প্রস্তুতি বিষয়ক নির্দেশনা প্রদানের জন্য ‘গ্রুমিং সেশন’, চাকরিদাতাদের সরাসরি সিভি জমা দেয়ার জন্য রয়েছে ‘রিজুমে ড্রপ’ এবং সরাসরি নিয়োগের জন্য ‘অন-স্পট ইন্টারভিউ’-এর ব্যবস্থা রয়েছে।
শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বজায় রাখতে এবং বিশ্ববাজারের চাহিদার সঙ্গে নিজেদের দক্ষতার সামঞ্জস্য ঘটাতে এই আয়োজনের ব্যবস্থা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতামূলক এই বাজারে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বাস্তবিক অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এমনটাই আশা করছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।