শনিবার, জানুয়ারি ১৮Dedicate To Right News
Shadow

সাউথইস্ট ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত হলো ৩য় IEEE BECITHCON ২০২৪ কনফারেন্স

Spread the love

সাউথইস্ট ইউনিভার্সিটি সফলভাবে ৩য় IEEE কনফারেন্স অন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফর হেলথ ২০২৪ (BECITHCON ২০২৪) আয়োজন করেছে । এই সম্মেলনটি ২৮-২৯ নভেম্বর ২০২৪-এ সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। এটি যৌথভাবে আয়োজন করে আইইইই বাংলাদেশ সেকশন (IEEE BDS) এবং আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (EMBS), বাংলাদেশ চ্যাপ্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। কনফারেন্সটিতে জেনারেল চেয়ার ছিলেন বুয়েটের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার ছিলেন বুয়েটের অধ্যাপক ড. শেখ এ. ফাত্তাহ এবং অর্গানাইজিং চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন চুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
সম্মেলনে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন, আকর্ষণীয় প্লেনারি সেশন, অতিথি পর্ব এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেশিরভাগ প্ল্যানারিবক্তা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়া থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন, যা এই অনুষ্ঠানের বৈশ্বিক দিককে প্রতিফলিত করে। BECITHCON ২০২৪ কনফারেন্সটি হাইব্রিড ফরম্যাটে অনুষ্ঠিত হয়, যেখানে সরাসরি এবং অনলাইন অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *