যে সমস্ত মেধাবী শিল্পীর কাছে টেলিভিশনের মাইক্রোফোন অদেখা বা অচেনা সেই সমস্ত সম্ভাবনাময় শিল্পীদের অংশগ্রহণমূলক অনুষ্ঠান “অচেনা মাইক্রোফোন”। এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে আনার চেষ্টা করা হয়েছে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী ও যন্ত্র শিল্পীদের। এ অনুষ্ঠানে তাদের মনের একান্ত কথা এবং রেকর্ডকৃত গান অথবা উপস্থিতভাবে খালি গলায় তাদের গাওয়া গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের এবারের পর্বের শিল্পী প্রিন্স রুবেল। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী। তার লেখা ও সুরারোপিত গান দেশের অনেক নামি শিল্পীরা গেয়েছেন। হারুন রশীদের পরিকল্পনা ও সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় অচেনা মাইক্রোফোনের চতুর্থ পর্ব প্রচার হবে আগামী শনিবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে রবিবার দুপুর ১:৩০ মিনিটে।