ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি সর্বাধুনিক ডিজাইনের পণ্য নিয়ে ১৯৮৩ সালে যাত্রা শুরু করা এমইএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘মডার্ন ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের ‘মারকুইস পাম্পস এন্ড স্যানিটারি ওয়্যার ডিলার মিট-২০২৪’ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইএল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাওয়াহিরুল গণি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক নুর মোহাম্মদ, নিংবো-মারকুইস হাইটেক কো: লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট নি গোমিং, টিমস ইন্টারন্যাশনাল গ্রুপের জেনারেল ম্যানেজার ওয়াং উইশিং, ওয়াটার পাম্পের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ওয়াং ফেই, স্যানিটারি ওয়্যারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মাও জিয়ানিং।
কনফারেন্সে এমইএল গ্রুপের কিচেন ও বাথ ওয়্যারের নতুন ব্র্যান্ড ‘ডরফেন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মারকুইস পাম্পস ও স্যানিটারি ওয়্যার, ডরফেন ব্র্যান্ডের গিজার, কিচেন হুড, গ্যাস বার্নার, মেটাল বেসিন ও কিচেন সিংকের দৃষ্টিনন্দন প্রদর্শনীর আয়োজন করা হয়।
এমইএল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিঃ জাওয়াহিরুল গণি বলেন, এমইএল গ্রুপ শুধু পণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানই নয়, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত কাজের প্রতিও আমরা দ্বায়বদ্ধ। এর ফলে মারকুইস একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
অনুষ্ঠানে মডার্ন ইলেক্ট্রক্যাল ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন, এম,ই,এল গ্রুপের পরিচালক ইঞ্জি: মো. বায়েজিদ গণি, পাম্পস এন্ড মোটরসের এন,এস,এম হামিদুর রহমান সরকার ও স্যানিটারি ওয়্যার এবং কর্পোরেট হেড অফ বিজনেস ইঞ্জিঃ মো. আরিফ উল্লাহ্ সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত প্রায় ৪০০ জন ডিলার অংশগ্রহণ করেন। আয়োজন শেষে র্যাফল ড্র’র মাধ্যমে উপস্থিত ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দেশের খ্যাতনামা শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।