বৃহস্পতিবার, জানুয়ারি ২৩Dedicate To Right News
Shadow

এনডিএফ বিডি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Spread the love

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্কের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) সারাদেশের বিতার্কিকদের মান ও দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্নরকম আয়োজন করে। এবার আয়োজিত হলো এনডিএফ বিডি এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার দুপুর ৩টা বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি বৈঠকি রুমে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে ছিলেন সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি ‘যায় যায় দিন’ পত্রিকা ও ‘লাল গোলাপের’ স্রষ্টা, শফিক রেহমান , টেক ফাইল বিডির এডভাইসর ও ওয়ালমার্ট হংকং-এর ডিরেক্টর সোর্সিং মি. ক্রিস ডে, সাংবাদিকতায় বিশেষ সম্মাননা”তারুণ্যের সাংবাদিকতা” প্রাপ্ত ও চ্যানেল আই -এর জ্যৈষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুরজামান রনি, মোহনা টেলিভিশন লিমিটেড -এর সিইও ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট, হেড অব অপারেশন, ওয়ালমার্ট বাংলাদেশ -এর মি. বিল্লাহ মোস্তায়িম ও এনডিএফবিডি উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস দিলরুবা আরা রব, মোডা ইতালিয়ানা ব্যবস্থাপনা পরিচালক ই জেড মাসুদুর রহমান শিমুল প্রমুখ।
পুরো আয়োজনটির সভাপতির দায়িত্ব পালন করেন এনডিএফ বিডির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান একেএম শোয়েব।
এছাড়াও আয়োজনটি সফল করতে সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন এম আলমগীর (মহা-পরিচালক, এনডিএফ বিডি),আশিকুর রহমান আকাশ (মহাসচিব, এনডিএফ বিডি), আমানউল্লাহ ফাহাদ, সোহাগ আন নাফিজ, মো:মিরাজ হোসেইন, মাহমুদ হাসান, বিলকিস বারি, ফারুক আহমেদ, আনিশা ইসলাম,মো: তাওহীদ হোসেন দীপ্র,রিজভী আহমেদ, তুষার ধর, আল আমিন, মতিউর রহমান জয়, নিবির, ফারাবি, দৃষ্টি ,মাহবুবুর রহমাম, জামিল, মারিয়া, আয়েশাসহ এনডিএফ বিডির অনেকেই।
আয়োজিত অনুষ্ঠানে দুপুর ২ টা থেকে উপস্থিত হত্র শুরু করে এনডিএফ বিডি’র বিতার্কিক, সংগঠক, সম্মানিত অ্যালামনাই এবং বিভিন্ন ক্লাবের সম্মানিত সভাপতি ও সম্পাদকগণ। দুপুর ৩ টায় এনডিএফ বিডি কোর ৩.০ ডিবেট-এর ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়, উক্ত বিতর্কের বিষয়: এই সংসদ (বাংলাদেশ) আগে সংস্কার পরে নির্বাচন নীতিতে বিশ্বাস করে। ফাইনাল বিতর্কে জয়ী ময়মনসিংহ অঞ্চলের দল- টিম আনাস ও রানারআপ হয় ঢাকা অঞ্চলে সরকারি তিতুমীর কলেজের দল – টিম শহীদ রিয়া। বিতর্ক প্রতিযোগিতায় দলের নামকরণ করা হয় জুলাই আন্দোলনে শহীদদের নামে। স্পিকারের দায়িত্ব পালন করেন ওসামা বিন রাশেদ। বিকাল ৪ টায় বিতার্কিক সম্মিলন ও ২২ বছরের পথ চলার অনুভূতি প্রকাশ ও উদযাপন, সন্ধ্যা ৫ টায় বর্তমান ও অ্যালামনাইদের প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্কের বিষয় হলো ; “সোশ্যাল মিডিয়া ভাগ্যউন্নয়ন নয় ,কেবলই প্রলোভন” এবং এলামনাই বিতার্কিকদের মধ্যে ছিলেন জুডোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাজন, এনডিএফ বিডির প্রতিষ্ঠাতা সাবেক মহাসচিব মোসাদ্দেক হোসেন ও সাবেক কো-চেয়ারম্যান ড.কুদরত এলাহী এবং বর্তমান সদস্যরা যারা বিতর্কে বিপক্ষ দলে ছিলেন সোহাগ আন নাফিজ ,দৃষ্টি ও ইউনুস ফারাবি।
বিতর্কটিতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)’র কো-চেয়ারম্যান ও সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাহবুব হাসান রিপন।
এরপর সন্ধ্যা ৬ টায় ‘যায় যায় দিন’-এর সম্পাদক এবং জনপ্রিয় অনুষ্ঠান ‘লাল গোলাপ’-এর স্বপ্নদ্রষ্টা দেশবরেণ্য সংবাদমাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব শফিক রেহমানের সাথে প্রাণবন্ত আলাপচারিতা ‘তারূণ্য ও আমাদের ভবিষ্যৎ’ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৭টায় কেক কাটার মাধ্যমে এনডিএফ বিডি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের জন্মদিন উদযাপন এবং ৭:১৫ তে বৈষম্য বিরোধী যুক্তিবাদী সমাজ বিনির্মাণের বাইশ বছরের পথ চলার উপর প্রামাণ্য চিত্র অনুষ্ঠিত হয়। সবশেষে, ৭.৩০ এ সম্মানিত আমন্ত্রিত অতিথি এলামনাইদের সুখ স্মৃতিচারণ , ৮ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৮:৩০ এ নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সাথে সাথে এন ডি এফ বিডির চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর ,রাজশাহী ও ময়মনসিংহ জোনে একই সাথে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর যুক্তির আলোয় মুখরিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। সারাদেশে আমাদের যে সকল জোন প্রধানদের নেতৃত্বে এগিয়ে চলছে সমগ্র আয়োজন তারা হলেন: মোহাম্মদ খলিলুর রহমান (সিলেট জোন), জুয়েল চৌধুরী (চট্টগ্রাম জোন), মো:আবু আওয়াল সরদার (রাজশাহী জোন), মো:তাকদিরুল গনী (খুলনা জোন), রবিউল ইসলাম রিমন (ময়মনসিংহ জোন), সাবেদুল ইসলাম সোহেল (বরিশাল জোন), শিয়াবুজ্জামান চঞ্চল (রংপুর জোন) , রাকিব হাসান সুমন (কুষ্টিয়া জোন) ও মতিউর রহমান সবুজ (কুমিল্লা জোন )। এবং সবশেষে কাহুট কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমিন উল্লাহ ফাহাদ, দ্বিতীয় হয়েছে মাহবুব হাসান রিপন ও তৃতীয় হয়েছে মাহমুদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *