বুধবার, জানুয়ারি ২২Dedicate To Right News
Shadow

৮৪০ প্রথম ঝলক: ফারুকী বানালেন পলিটিক্যাল স্যাটায়ার

Spread the love

টিভি ধারাবাহিক পলিটিক্যাল থ্রিলার ‘৪২০’-এর কথা কি আপনাদের মনে আছে, দর্শক? ২০০৭–০৮ বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে এই ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে যেনো ধুন্ধুমার আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় ১৬ বছর পর আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘840’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’

৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ পেয়েছে পলিটিক্যাল স‍্যাটায়ার ‘840’-এর অফিসিয়াল ট্রেইলার। আর ট্রেইলার রিলিজের পর পরই বিনোদন আঙিনা ও সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু দৃশ্য দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম সহ বিভিন্ন পরিচিত মুখের।

ট্রেইলার ঘিরে ‘৪২০’ ভক্ত সহ সবার মনেই অসংখ্য প্রশ্ন জন্ম নিয়েছে! মূল গল্পটা আসলে কী নিয়ে? আরও কে কে অভিনয় করছেন? কোথায়, কবে রিলিজ পাবে ‘৮৪০’; নানা তথ্যেই জানতে চাইছেন দর্শকরা। এছাড়া- ট্রেইলার দেখে কেউ কেউ ভাবছেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তন ও ঘটনাপ্রবাহ নিয়েই ‘৮৪০’ বানিয়েছেন ফারুকী। এদিকে একটি ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানিয়েছেন-প্রায় ১ বছর আগে নওগাঁ-রাজশাহীতে ‘৮৪০’ শ্যুটিং করা হয়! তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল-ই পাওয়া যাচ্ছে কেন? সবই কী কাকতাল?

এক নজরের দেখে নিতে পারেন ট্রেইলার:
https://youtube.com/@mostofasarwarfarooki?feature=shared

এসব প্রশ্নের উত্তর ও রহস্যের জট শিগগিরই খুলবে বলে মনে হচ্ছে না। কারণ পুরো বিষয়টি এখনো খোলাসা করেননি ফারুকী নিজেই। ‘৮৪০’ এর লোগো রিভিল করে ফেসবুকে বলেছেন- “পলিটিক্যাল স‍্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’!”

ফারুকীর এমন বক্তব্যের পর মনেই হচ্ছে- গল্পের নিবিড় কোনো সম্পর্ক রয়েছে বর্তমান দেশের রাজনৈতিক ঘটনাচক্রের সঙ্গে। খুব শিগগিরই মুক্তি পাচ্ছে ‘840’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’। তবে কবে, কখন, কোথায় তা রিলিজ হবে খুব তাড়াতাড়ি জানতে পারবেন দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *