বুধবার, জানুয়ারি ২২Dedicate To Right News
Shadow

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ফিন্যান্সএশিয়া অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪-এ ছয়টি মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ

Spread the love

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান, ২০২৪ সালের ফিন্যান্সএশিয়া অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে ছয়টি আন্তর্জাতিক পুরস্কার জিতে একটি যুগান্তকারী মাইলফলক অর্জন করেছে। এই স্বীকৃতির মধ্যে রয়েছে এশিয়া-প্যাসিফিক (জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড এবং ভিয়েতনাম) অঞ্চলে দুটি “বেস্ট হাউস অ্যাওয়ার্ড” পুরস্কার এবং দক্ষিণ এশিয়া (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ) অঞ্চলে চারটি “বেস্ট ডিল অ্যাওয়ার্ড,”। এই ঐতিহাসিক অর্জন ইউসিবি ইনভেস্টমেন্টের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন যা প্রতিষ্ঠানটিকে গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে অভিযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

ইউসিবি ইনভেস্টমেন্ট দুটি “বেস্ট হাউস অ্যাওয়ার্ড” পুরস্কার জিতেছে বেস্ট ইসলামিক ফাইন্যান্স হাউস (বিজয়ী) এবং বেস্ট প্রজেক্ট ফাইন্যান্স হাউস (বিজয়ী) বিভাগে। এছাড়াও, ইউসিবি ইনভেস্টমেন্ট দক্ষিণ এশিয়ার সেরা ডিলগুলির মধ্যে তিনটি “বেস্ট ডিল অ্যাওয়ার্ড” জিতেছে, যার মধ্যে রয়েছে বেস্ট আইপিও (উইনার), বেস্ট ইসলামিক ফাইন্যান্স ডিল (উইনার), বেস্ট প্রাইভেট ইকুইটি ডিল (উইনার) এবং বেস্ট সিন্ডিকেটেড লোন ডিল ক্যাটাগরিতে “হাইলি কমেন্ডেড”। প্রতিষ্ঠানটি এই অর্জনগুলো ইউসিবিআইএলের অসাধারণ দক্ষতা এবং সেবার মানের নিখুঁত প্রমাণ, যা প্রতিষ্ঠানটিকে শুধু স্বদেশেই নয়, বৈশ্বিক আর্থিক ক্ষেত্রেও নেতৃত্বদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই সাম্প্রতিক সাফল্য ইউসিবিআইএলের অসাধারণ পুরস্কার প্রাপ্তির ধারাকে আরও শক্তিশালী করেছে। ২০২২ সালে, ইউসিবিআইএল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে মার্চেন্ট ব্যাংক বিভাগে প্রথম পুরস্কার পেয়েছিল। এরপর ২০২৩ এবং ২০২৪ সালে বেশ কিছু আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে, উল্লেখ্য ইউরোমনি এবং ফিন্যান্সএশিয়া উভয়েই ইউসিবিআইএলকে “সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক” হিসেবে ঘোষণা করে। এছাড়া, ২০২৪ সালে ইউরোমনি ইউসিবিআইএলকে বাংলাদেশের “সেরা সিকিউরিটিজ হাউস” হিসেবেও স্বীকৃতি দেয়। এছাড়া এশিয়ামনি, অ্যাসেট ট্রিপল এ এবং অন্যান্য প্রতিষ্ঠানের অসংখ্য পুরস্কার ইউসিবিআইএলের ক্রমবর্ধমান সুনাম আরও সুসংহত করেছে।

জনাব তানজিম আলমগীর, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এই বিশাল সাফল্যের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আইপিও থেকে প্রকল্প অর্থায়ন পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি পাওয়া আমাদের সর্বাঙ্গীন ৩৬০-ডিগ্রি সেবার শক্তিকে তুলে ধরে, যা আমাদের দীর্ঘ পথযাত্রার নির্দেশক। আমাদের এই সাফল্য আমাদের গ্রাহকদের অর্পিত বিশ্বাস এবং অংশীজনদের ধারাবাহিক সমর্থনের প্রতিফলন।”

জনাব মোহাম্মদ মামদুদুর রশীদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, তার প্রশংসা প্রকাশ করে বলেন, “ছয়টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন একটি বিশাল সাফল্য, যা আমাদের টিমের অটুট নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বের প্রতিফলন। এটি আমাদের মানসম্মত সেবা প্রদানে প্রতিশ্রুতি, উদ্ভাবনে নেতৃত্ব এবং বাংলাদেশের আর্থিক বাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অঙ্গীকারকে প্রকাশ করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *