সোমবার, জানুয়ারি ১৩Dedicate To Right News
Shadow

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্যব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ ইভেনিং আয়োজন

Spread the love

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ প্রিমিয়াম ব্যাংকিং ইভেনিংয়ের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গ্রাহকদেরসাথে দৃঢ় সম্পর্ক উদ্‌যাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর্থিক অগ্রগতির গর্বিত অংশীদার হিসেবে উৎকৃষ্ট ব্যাংকিংসেবা এবং উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল সল্যুশনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক যে গ্রাহকদের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, এই আয়োজনটি তারই প্রতিফলন।

নেটওয়ার্কিং, সেলিব্রেশনএবং নতুন প্রপোজিশন চালুর এই মনোরোম সন্ধ্যায়উপস্থিত হয়েছিলেন ব্যাংকের ক্লায়েন্ট, স্টেকহোল্ডার, সিনিয়র ব্যাংকার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

৬ডিসেম্বর ২০২৪ঢাকায়হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অবরিটেইল ব্যাংকিং মো.মাহীয়ুল ইসলামপ্রিমিয়াম ব্যাংকিং প্লাস সেগমেন্টের সাথে ভিসা সিগনেচার মাল্টিকারেন্সি ডেবিট কার্ড এবংপ্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র সেগমেন্টের সাথে ভিসা প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ডেপ্রপোজিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পারসোনালাইজড ব্যাংকিং সল্যুশন এবং উন্নত সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে প্রিমিয়াম ব্যাংকিং প্লাস প্রপোজিশনটি ডিজাইন করা হয়েছে, যা থেকে গ্রাহকরা বিশ্বমানের ব্যাংকিং সেবা এবং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। সিনিয়র সিটিজেনস সেগমেন্টটি শুধুমাত্র একটি ব্যবসায়িক পদক্ষেপই নয়, বরংসামাজিকভাবে দায়িত্বশীল উদ্যোগের মাধ্যমে সকল বয়সের মানুষের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের মিশনেরও অংশ।

ব্র্যাক ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা ও সহযোগিতারজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “গ্রাহকদের আস্থা এবং বিশ্বাসই আমাদের সাফল্যের মূল ভিত্তি। আজকের এই আয়োজন আমাদের মূল্যবান প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের সাথে সম্পর্ক উদ্‌যাপন ও আরও দৃঢ়করণের উদ্দেশ্যে। আমরা মনে করি,ব্যাংকিংজিনিসটি লেনদেনের চেয়েও বেশি কিছু;এটি গ্রাহকদের জীবনকে উন্নত ও সমৃদ্ধ করতে সাহায্য করে। এ কারণেই আমরা গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে উন্নত, নির্বিঘ্ন ওনিরাপদ করতে এবং তাঁদের কাস্টমাইজড সল্যুশন দেওয়ার চেষ্টা করি।”

ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংকহিসেবেআমাদের সেবার মান নিয়ে অবশ্যই গ্রাহকদের মতামত শুনতে হবে।গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত ফিডব্যাকের ভিত্তিতেই আমরা বিদ্যমান অফারগুলোকে আরও উন্নত করি এবং তাঁদের নতুন নতুন ব্যাংকিং প্রয়োজন মেটাতে সক্ষম নতুননতুন প্রোডাক্ট এবং সার্ভিস চালু করি। গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখেই নতুন প্রোডাক্ট এবং প্রপোজিশন চালুর মাধ্যমে আমরা আমাদের প্রিমিয়াম ব্যাংকিংসেবাকে আরও সমৃদ্ধ করেছি।গ্রাহকদের উন্নতির বিশ্বস্ত অংশীদার হিসেবেব্র্যাক ব্যাংক সবসময় প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য আরও বেশি ব্যাংকিং সুযোগ-সুবিধা এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করে যাবে।”

এই আয়োজনে অতিথিদের সামনে লাইভ পারফর্ম করেন সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও এলিটা করিম এবংনৃত্যশিল্পীপূজা সেনগুপ্ত ও তাঁর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *