বুধবার, মে ৮Dedicate To Right News
Shadow

মহসিন আহমেদের কবিতা “অসমাপ্ত সোলেনামা”

Spread the love

রসালো ফলের ন্যায় দহনকালের সীমারেখা
অসমাপ্ত সংগীতের আদিম পুরাণে ধ্যানরত
শৈল্পিক বয়ানে লেখা খোলা চোখে যায় না তো দেখা
সহস্র সাধক আজ অনুমান বিন্দুতে আহত

ঢেউফল মিলনের ত্রিবেণী পরেছে মধুরাতে
ত্রিফলার নির্যাসেও আরোগ্য রচনা হতে পারে
তাম্রলিপি থেকে যদি অনুসন্ধানী আকল হাতে
উদ্ধার হয় কখনো তিয়াসাযুক্ত মরুমিনারে

থানকুনি রস যদি জীবনের গতি খুঁজে ফেরে
ত্রিশূলে বাড়ায় জানি রক্তের সমূহ গতিকলা
দরোজার খিল ভেঙে সহসাই বলে উঠি কে রে?
তরঙ্গের মহিমায় চাইলেও যায় না তো চলা

ত্রিপদী পাঠের কালে শোষকের তিরোধান হলে
তপোবন জেগে ওঠে, পড়ে থাকে অসমাপ্ত সোলেনামা
শালবনে অনায়াসে অবিরাম বহ্নিশিখা জ্বলে
পাহাড়ের গুহা থেকে ভেসে আসে দারুণ দামামা।

মহসিন আহমেদ: গীতিকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *