নীলা, এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে। তার ছোট্ট পরিবার। তবে সাধারণ জীবনের গণ্ডি পেরিয়ে তার স্বপ্ন অসাধারণ। বাইক রাইডিংয়ের প্রতি গভীর ভালোবাসা থেকে সে হয়ে ওঠে এক উদ্যমী ও স্বাধীনচেতা লেডি বাইকার। তার স্বপ্ন একদিন বাইক রেসিংয়ে অংশ নিয়ে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করা।
নীলার বয়ফ্রেন্ডও একজন বাইকার, যার। কিন্তু সমাজ ও পরিবারের নানা সীমাবদ্ধতার মধ্যেও নীলা থেমে যায় না। নিজেকে প্রমাণ করার জন্য একটি বাইক রেস প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে সে। যদিও এ প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ তেমন প্রচলিত নয়, তবুও নীলা দেখিয়ে দিতে চায়—মেয়েরাও ছেলেদের মতো সবকিছু করতে পারে।
এই চ্যালেঞ্জ, সংগ্রাম ও স্বপ্নপূরণের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক “লেডি বাইকার”। নাটকের মূল চরিত্র নীলা হিসেবে অভিনয় করেছেন নতুন মুখ তানিয়া ইসলাম। তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আলিফ চৌধুরীকে। এছাড়াও নাটকে অভিনয় করেছেন বাসেম রাজ, মিলি বাশার, রকি খানসহ আরও অনেকে।
“লেডি বাইকার” নাটকের মৌলিক গল্পটি রচনা করেছেন এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শিহাব শিকদার। গল্পের মূল ভাবনা ইমরান হাসানের, যিনি বারফি প্রডাকশনের স্বত্বাধিকারী এবং নাটকটির প্রযোজকও। বারফি প্রডাকশন ইতোমধ্যেই দর্শকদের জন্য ভিন্ন ধারার কাজ উপহার দেওয়ার মাধ্যমে প্রশংসিত হয়েছে। “লেডি বাইকার”ও সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন।
তানিয়া ইসলাম বলেন, “এমন একটি চরিত্রে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই নাটকটি নারীদের জন্য একটি বার্তা বহন করে যে, মেয়েরা চাইলে সবকিছু করতে পারে এবং নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম। আশা করছি দর্শকরা এটি পছন্দ করবে।”
“লেডি বাইকার” নাটকটি আজ ১৫ ডিসেম্বর বারফি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নির্মাতা আশা করছেন, নাটকটি শুধু বিনোদন নয়, বরং সমাজে নারীর ক্ষমতায়ন ও সাহসী পদক্ষেপ নেওয়ার প্রেরণা জোগাবে।
এমন একটি স্বপ্নপূরণের গল্প নিঃসন্দেহে দর্শকদের মধ্যে অনুপ্রেরণা ছড়াবে। “লেডি বাইকার” হতে পারে মেয়েদের জন্য এক নতুন দৃষ্টান্ত, যারা সাহস করে নিজের পরিচিতি তৈরি করতে চায়।