বৃহস্পতিবার, জানুয়ারি ২৩Dedicate To Right News
Shadow

ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৩০ বর্ষপূর্তি উদ্‌যাপন

Spread the love

বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে স্বনামখ্যাত প্রতিষ্ঠান ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড বা ‘এমবিএল’। দেশের সুপ্রতিষ্ঠিত শিল্পগ্রুপ অ্যাপেক্স হোল্ডিংস গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটি বর্তমানে টেক্সটাইল শিল্পে শীর্ষস্থানীয় কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আস্থা অর্জন করেছে।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে প্রতিষ্ঠানটির ৩০ বর্ষপূর্তি উদ্‌যাপন এবং ব্লু সাইন সিস্টেম পার্টনার অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেক্সটাইলস ও কেমিক্যালস প্রতিষ্ঠানের কর্ণধার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ টি এম মইনুদ্দীন মজুমদার, উপ–মহাব্যবস্থাপক (টেক্সটাইল) শাহিনুর আলম, সহকারী মহাব্যবস্থাপক (লেদার) প্রকৌশলী মাজহার মোহাম্মদ বাদলসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘নিত্যনতুন গবেষণা ও উদ্ভাবনে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড তাদের বিনিয়োগ অব্যাহত রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ম্যাটেক্স পরিবেশবান্ধব কেমিক্যালস উৎপাদন অব্যাহত রাখবে বলে আশা করি। ৩০ বর্ষপূর্তিতে ম্যাটেক্স পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

স্বাগত বক্তব্যে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইফাজ আহমেদ বলেন, ‘ব্লু–সাইন সার্টিফিকেশন আমাদের ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে। আমরা সামনের দিনগুলোতে কেমিক্যাল উদ্ভাবন ও উৎপাদনে আরও মনোযোগী হব।’

মূল বক্তব্য উপস্থাপন করেন ব্লু–সাইন টেকনোলজি, এজির প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল রুফেনাখ্ট্, সিআরএম ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ডিরেক্টর ক্যাথরিন ভি. মেয়ার এবং এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।

ড্যানিয়েল রুফেনাখ্‌ট্ বলেন, ‘ব্লু–সাইন হলো কেমিক্যালস উৎপাদন ও দায়বদ্ধতার সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড। ইতিমধ্যে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৭০–এর বেশি কেমিক্যালস ব্লু–সাইনের অন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে আরও কেমিক্যালস অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ম্যাটেক্স বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গী হতে পেরে আমরাও আনন্দিত।’

ক্যাথরিন ভি. মেয়ার বলেন, ‘ব্লু–সাইন সার্টিকিফেশন প্রাপ্তির মাধ্যমে ম্যাটেক্স শুধু বাংলাদেশেই নয়, বৈশ্বিক বাজারেও তাদের উপস্থিতি নিশ্চিত করবে বলে আমাদের বিশ্বাস।’

এ ছাড়া অতিথি হিসেবে শুভেচ্ছা–বক্তব্য দেন এশিয়াটিক গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহেল হোসেন বাবলু, টাওয়েল টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাত হোসেন সোহেল এবং হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে শুভেচ্ছা–স্মারক তুলে দেন ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইফাজ আহমেদ ও মাহির আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়িক অংশীদার ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক মাহির আহমেদ বলেন, ‘অ্যাপেক্স হোল্ডিং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ম্যাটেক্স বাংলাদেশের আজকের এই অবস্থানে আসার পেছনে আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রায় অবদান রাখার ক্ষেত্রে ভবিষ্যতেও আমরা আপনাদেরকে পাশে চাই।’

অনুষ্ঠানে জানানো হয়, ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশেষায়িত টেক্সটাইল কেমিক্যালস উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা ১৯৯৪ সালে উৎপাদন ও বিপণন শুরু করে। ম্যাটেক্স উৎপাদিত তিন শতাধিক কেমিক্যালস প্রায় দুই শতাধিক টেক্সটাইল ফ্যাক্টরিতে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে গাজীপুরে পরিবেশবান্ধব কারখানা এবং ঢাকা গুলশান অ্যাভিনিউর কর্পোরেট অফিস থেকে ম্যাটেক্সের সব কার্যক্রম পরিচালিত হয়।

ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ টি এম মইনুদ্দীন মজুমদার বলেন, ‘যাত্রার শুরু থেকেই সর্বোচ্চ মান বজায় রেখে, ইউরোপিয়ান গাইডলাইন অনুসরণ করে দুই শতাধিক কর্মীর নিরলস প্রচেষ্টায় টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে মানসম্মত কেমিক্যালস সরবরাহ করে আসছে ম্যাটেক্স।’

এ টি এম মইনুদ্দীন মজুমদার আরও বলেন, ‘ইতিমধ্যে ম্যাটেক্স আন্তর্জাতিক প্রায় সবগুলো মানদণ্ড নির্ধারণকারী প্রতিষ্ঠানকর্তৃক স্বীকৃতি লাভ করেছে। যেমন আইএসও, জেডিএইচসি, জিওটিএস ইত্যাদি। সর্বশেষ মর্যাদাপূর্ণ স্বীকৃতি ব্লুসাইন (Bluesign®)–এর প্রথম বাংলাদেশি সিস্টেম পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ম্যাটেক্স। এই অর্জনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা এবং সাব্বির জামানের সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মৌসুমী মৌ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *