সোমবার, জানুয়ারি ১৩Dedicate To Right News
Shadow

দক্ষিণ এশীয় আঞ্চলিক যুব সম্মেলনে বাংলাদেশী তরুণদের প্রতিনিধিত্ব

Spread the love

শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যুব সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরামের দু’জন যুব সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম হাসান আবির এবং ইরতেজা জামান।

গত ৬ ও ৭ ডিসেম্বর কলম্বোর প্রখ্যাত হোটেল সিনামন গ্র্যান্ডে বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নেন তারা।

সম্মেলনে বাংলাদেশে তামাকবিরোধী প্রচারণার মাধ্যমে জনমত গড়ে তুলতে তাদের সংগঠন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং- এর ভূমিকা তুলে ধরেন। তুলে ধরেন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজ উদ্যোগ ও নেতৃত্বের কথাও। তামাক ব্যবহারের মতো গুরুতর সমস্যা মোকাবিলায় তথ্যভিত্তিক উদ্যোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম কৌশল এবং শিল্পপ্রতিষ্ঠানের হস্তক্ষেপ প্রতিরোধে বিভিন্ন সেশনের মাধ্যমে এই সম্মেলন যুব নেতৃত্বের অভিজ্ঞতা জানান তারা।

তাসনিম হাসান তামাকবিরোধী এই সম্মেলনে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সাফল্যের গল্প তুলে ধরেন এবং নীতিনির্ধারণ ও জনস্বাস্থ্য প্রচারণায় উদ্ভাবনী পন্থার ওপর জোর দেন। দুই দিনের এই সম্মেলন শেষ হয় একটি সনদপত্র প্রদান অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারীদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হয়।

ইরতেজা জামান জানান, ‘আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণ ও দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র ভ্রমণের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর তামাকবিরোধী কর্মকাণ্ডের অভিজ্ঞতা নেওয়াটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের এই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার আলোকে আগামীতে তামাকবিরোধী প্রচারণায় কাজে লাগাতে পারবো বলে আমি বিশ্বাস করি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম বর্তমানে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ আন্ড ওয়েলবিং এর একজন ইয়ুথ এডভোকেট হিসেবে কাজ করছে। এর আগে তিনি সফলতার সঙ্গে দেশের প্রথম সারির জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখেছেন। তিনি ই-সিগারেট এর ক্ষতিকারক দিকগুলি নিয়ে একটি জাতীয় পত্রিকায় বিস্তারিত লিখেছেন। তাছাড়া তিনি নিয়মিত কলাম লিখেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ইরজেতা জামান ইয়ুথ ফোরামের একজন সক্রিয় সদস্য হিসেবে প্রতিষ্ঠানের নানা ধরনের সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত আছেন।

তামাকবিরোধী আন্তর্জাতিক সংস্থা ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস (সিটিএফকে) আয়োজিত সম্মেলনে অংশ নেন বাংলাদেশের ১০ জন তরুণ প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *