নারীর সংগ্রামের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন নিমার্তা বড়ুয়া সুনন্দা কাকন। সিনেমার নাম ‘পঞ্জিরা’। সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ হয়। এ বিষয়ে নির্মাতা জানান, পুরোপুরি নারী নিয়েই সিনেমা। ২ ঘন্টা ২০ মিনিটের সিনেমা এটি। আমরা সব কাজ শেষ করেই নারী দিবসকে সামনে রেখে রিলিজের ঘোষণা দিয়েছি। নারী সংগ্রামের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি।
নতুন আর পুরাতনের সংমিশ্রনে এ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে কোনো সুপারস্টারকে নয়, গ্রপ থিয়েটারের একঝাঁক অভিনয়প্রেমীকে। ধীমন বড়ুয়া চলচ্চিত্র প্রযোজিত এই সিনেমাটির কাহিনী, সংলাপ ও পরিচালনা করছেন বড়ুয়া সুনন্দা কাকন ।
তিনি বলেন, ‘অভিনয় একটি দক্ষতা। নিয়মিত চর্চায় তা শিখতে ও ধরে রাখতে হয়। আমাদের চলচ্চিত্রে আসা নতুন মুখেরা প্রায় সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত। তারা অভিনয় শিখেই এসেছে।’ ‘পঞ্জিরা’ সিনেমাটির প্রথম পোস্টারে অভিনেতা ধীমন বড়ুয়া এবং নবাগতা পরীকে দেখা গেছে।
অভিনয় প্রসঙ্গে পরী বলেন, এই সিনেমায় আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। অসাধারণ গল্পের একটি সিনেমা। পরিচালক অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আমিও সাধ্যমত চেষ্টা করেছি অভিনয় করতে। আশা করছি নতুনত্ব এবং ভালো কিছু পাবেন দর্শকরা। এই সিনেমার গল্পে অ্যাকশন ও থ্রিলার যেমন আছে, একইভাবে ভালোবাসা ও আবেগও কম নেই। ‘আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।