শনিবার, জানুয়ারি ১৮Dedicate To Right News
Shadow

ইনফিনিক্স স্মার্টফোন: ২০২৪ সালেতরুণদের চাহিদার শীর্ষে

Spread the love

ইনফিনিক্স ২০২৪ সালের উদ্ভাবনী প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন ও সাশ্রয়ী দামের মাধ্যমে স্মার্টফোন বাজারে তাদের অবস্থান শক্ত করেছে। এবছরের উদ্ভাবনী মডেলের ভেতরদুটি ডিভাইস বিশেষভাবে নজর কেড়েছে: ইনফিনিক্স নোট ৪০এস এবং হট ৫০ প্রো প্লাস। এই ফোনদুটি দুর্দান্ত পারফরম্যান্স,স্টাইল ও মানের দারুণ এক কম্বিনেশন;যা আজকের তরুণদের বহুমুখী চাহিদা পূরণ করছে।

নোট ৪০এস: সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা

বাজেট বান্ধব স্মার্টফোনহিসেবে ইনফিনিক্স নোট ৪০এস এর প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহারকারীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর মনোমুগ্ধকর ৬.৭৮-ইঞ্চি থিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে একটি চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এর উন্নত টাচ রেসপন্স ও ব্লু লাইট রিডাকশন প্রযুক্তিদীর্ঘক্ষণ ব্যবহারে চোখের আরাম নিশ্চিত করে।

নোট ৪০এস-এর অন্যতম আকর্ষণীয় ফিচার হল এর ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং সুবিধা। এটি ব্যবহারকারীদের সহজে ডিভাইস চার্জ করতে সহায়তা করে। এর ১০৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফটোগ্রাফি পছন্দকারীদের মন ভরাবে। সুপার নাইট ও স্লো মোশন মোডের মত ফিচারগুলো বহুমুখী সৃজনশীলতা নিশ্চিত করে।

মিডিয়াটেক হেলিও জি৯৯ আলটিমেট চিপসেট, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজেরনোট ৪০এস পেশাদার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য স্মুথপারফরম্যান্সনিশ্চিত করে।ডিভাইসটি দামেও সাশ্রয়ী, দাম মাত্র ২৬,৯৯৯ টাকা। স্টাইল ও উন্নত প্রযুক্তির দারুণ কম্বিনেশনের এই ফোনটি অবসিডিয়ান ব্ল্যাক ও ভিনটেজ গ্রিন রঙে পাওয়া যাচ্ছে।

হট ৫০ প্রো প্লাস: স্টাইল ও উদ্ভাবনের পরিপূর্ণ সমন্বয়

যারা স্টাইলিশ ও শক্তিশালী স্মার্টফোন খোঁজেন,তাদের জন্যইনফিনিক্স হট ৫০ প্রো প্লাসনিঃসন্দেহে সেরা পছন্দ।২৩,৯৯৯ টাকার এই ডিভাইসটিতে আছেটাইটানউইং আর্কিটেকচারফেদারলাইট উইং ডিজাইনে তৈরি মাত্র৬.৮ মিমি-এরপাতলা প্রোফাইল। পাতলা হলেও ফোনটির টাইটান আর্মার প্রটেকশন শক্তিশালী স্থায়িত্ব নিশ্চিত করে।

ফোনটি ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেটএবংকর্নিং®গরিলা®গ্লাসদ্বারা সুরক্ষিত ফলে উজ্জ্বল ভিজ্যুয়াল ও উন্নত ভিউয়িং এক্সপেরিয়েন্স পাওয়া যায়।৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি৩৩ ওয়াট অ্যাডভান্সড ফাস্টচার্জপ্রযুক্তি সারা দিনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি সরবরাহ করে।

টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল ও স্লিক ব্ল্যাকরঙে বাজারে এভেইলেবলহট ৫০ প্রো প্লাস জেন’জি-দের জন্য স্টাইল ও কার্যকারিতার চমৎকার এক সমন্বয়।

তরুণদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ

ইনফিনিক্সনোট ৪০এসহট ৫০ প্রো প্লাসএর মত উদ্ভাবনী ডিভাইসের মাধ্যমেস্টাইল, পারফরম্যান্সএবং সাশ্রয়ী দামের এক নতুন স্ট্যান্ডার্ড তৈরি করেছে। এই স্মার্টফোনগুলো তরুণদের বহুমুখী চাহিদা পূরণে ব্র্যান্ডের প্রতিশ্রুতি তুলে ধরেছে ও আধুনিক প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *