দিন প্রতিদিন’র বিশেষ পর্ব
বাংলাভিশনের সকালবেলার নিয়মিত আয়োজন ‘দিন প্রতিদিন’ এ শুভ বড়দিন উপলক্ষ্যে বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি লিটন অধিকারী রিন্টু। এ সময় অনুষ্ঠানে যিশুখ্রিস্টের জন্মদিন, নিজের ছোটবেলার স্মৃতি এবং সান্তাক্লজ নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। এছাড়াও গান নিয়ে স্বপ্ন এবং বর্তমান গানের অবস্থা নিয়েও কথা বলেন এই অতিথি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাদিয়া রশ্মি সূচনা। প্রযোজনা করেছেন আফিয়া বৃষ্টি। অনুষ্ঠানটি বাংলাভিশনের পর্দায় প্রচারিত হবে ২৫ ডিসেম্বর, বুধবার সকাল ৮টা ৩০মিনিটে।
বড়দিনে শান্তির বার্তা
খ্রিস্টান ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারাবিশে^ গুরুত্বের সাথে এই দিনটি পালন করা হয়। শুভ বড়দিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘বড়দিনে শান্তির বার্তা’ বাংলাভিশনে প্রচার হবে আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) বিকেল ০৫টা ০৫ মিনিটে। বড়দিনের প্রার্থনা, সান্তাক্লজ- এর উপহার, সাজ-সজ্জাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানে।
প্রিয়থ ক্যাথরিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার কমল কোড়াইয়া, সেন্ট জোসেফ চার্চ। এবং এলিজাবেথ পায়েল গোমেজ, আয়োজক, পালক পরিষদ। বড়দিনের গুরুত্ব নিয়ে তারা এই অনুষ্ঠানে কথা বলেছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুব্রত দে।