বৃহস্পতিবার, জানুয়ারি ২৩Dedicate To Right News
Shadow

ঢাকায় পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ আজ

Spread the love

পরিবেশ সংরক্ষণে উদ্ভাবন এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ (Environment Innovation Summit & Awards 2024) আজ শনিবার ২৮ ডিসেম্বর, ২০২৪ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলানায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

জানা গেছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এই সমাবেশে সারাদেশের ৭০টির বেশি পরিবেশ সংগঠনের প্রায় ৩৫০ জন অতিথি, গবেষক, পরিবেশবিজ্ঞানী, পরিবেশকর্মী ও অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন।

মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি জানান, ‘দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন ও প্যানেল আলোচনা (ইয়্যুথ প্যানেল: টেকসই ভবিষ্যতের জন্য সবুজ প্রজন্মকে ক্ষমতায়ন, জাস্ট এনার্জি প্যানেল – বাংলাদেশে ন্যায্য শক্তি স্থানান্তরে উদ্ভাবনী সমাধান, পরিবেশ ও সাসটেইনেবল প্যানেল- পরিবেশ ও ইনোভেশনে সিএসআর কিভাবে ভূমিকা রাখতে পারে, বিশেষজ্ঞদের প্যানেল – পরিবেশগত উদ্ভাবনী ধারণাগুলিকে কর্মে পরিণত করা) অনুষ্ঠিত হবে। পাশাপাশি পরিবেশ বিষয়ক ব্যতিক্রমী ফ্যাশন শো, পরিবেশ সংক্রান্ত গবেষণাধর্মী জার্নাল ‘প্রকৃতি’ এর উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ ও ক্লাইমেট সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের, দল ও সংস্থাগুলোর সম্মাননা জানিয়ে পুরস্কৃত করসহ নানা আয়োজন থাকবে।’

উল্লেখ্য, Catch Bangladesh এর উপস্থাপনায় এবং মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের সহযোগিতা করছে সানফাই ফার্নিচার। স্ট্রাটেজিং পার্টনার হিসাবে থাকছে সেন্টার ফর অ্যাটমসফেরিক স্টাডিজ (CAPS), অ্যাকশন ফর বেটার ক্লাইমেট, স্বপ্ন ৭১ প্রকাশন। সহ-আয়োজক হিসাবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি, হেল্প দ্যা ফিউচার, বিডিইনভায়রনমেন্ট ডটকম, ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনএবল ডেভোলপমেন্ট। নলেজ পার্টনার হিসাবে আছে দ্যা আর্থ, বাংলাদেশ ইয়ুথ সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *