সোমবার, জানুয়ারি ১৩Dedicate To Right News
Shadow

পাওয়ার সল্যুশনের সমৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে এনার্জিপ্যাক ও পারকিন্স

Spread the love

বাংলাদেশি গ্রাহকদের জন্য সর্বাধুনিক পাওয়ার সল্যুশনের নতুন সম্ভাবনা তৈরি ও জেনুইন স্পেয়ার পার্টস ব্যবহারের সুযোগ বাড়াতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ও পারকিন্স ডিজেল ইঞ্জিন ইউজার টিমের মধ্যে একটি গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যবসার সুযোগ বৃদ্ধি ও সহযোগিতার নানা খাত অনুসন্ধানের লক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এনার্জি পয়েন্ট বিল্ডিংয়ে সম্প্রতি এ আলোচনা আয়োজিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ এবং চিফ বিজনেস অফিসার মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুম পারভেজ। এতে টেকনিক্যাল স্লাইড উপস্থাপন করেন পারকিন্স কি অ্যাকাউন্ট ম্যানেজার ফর সার্ভিস অ্যান্ড স্পেয়ার্স ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ।

গঠনমূলক এই আলোচনা সভা থেকে পাওয়ার জেনারেশন সল্যুশনের উদ্ভাবনী উপায় ও কার্যকরভাবে কার্যক্রম পরিচালনার নানা বিষয় উঠে আসে। এসময়, দুই পক্ষই জ্বালানি খাতে ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন দিক উন্মোচনের বিষয়ে ব্যাপক আলোচনা করে। এই আয়োজনের মাধ্যমে গ্রাহকের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন এবং দেশজুড়ে সর্বাধুনিক এনার্জি সল্যুশন নিশ্চিত করতে এনার্জিপ্যাকের অব্যাহত প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে।

বাংলাদেশে পারকিন্স জেনুইন স্পেয়ার্স অ্যান্ড সার্ভিসের একমাত্র পরিবেশক হিসেবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর গ্রাহকদের জন্য কার্যকর সহযোগিতা এবং প্রিমিয়াম সেবা ও সমাধান নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *