বৃহস্পতিবার, জানুয়ারি ২৩Dedicate To Right News
Shadow

ইতিহাস গড়েই কি শেষ হতে যাচ্ছে ‘মাশরাফি জুনিয়র’ !

Spread the love

২৯ নভেম্বর, ২০২০ থেকে ২ জানুয়ারি, ২০২৫ এর মাঝে দিনের সংখ্যাটা ১৫০০র কাছাকাছি। গ্রাম থেকে উঠে আসা এক নারী ক্রিকেটারের উত্থানের গল্প বলার চ্যালেঞ্জ নিয়ে চার বছর একমাসেরও বেশি সময় প্রচারের পর শেষ হতে যাচ্ছে আগে দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’। ১২৩০ পর্বে ইতি টানতে যাওয়া এই নাটকটিই কি দেশের সবচেয়ে দীর্ঘসময় চলা মেগাসিরিয়াল কী না, সেটা নিয়ে হতে পারে আলোচনা। তবে নাটকটির জন্য জনপ্রিয়তা আর দর্শকের আগ্রহের কোন কমতি ছিলো না এই লম্বা সময়টায়। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলতে বলতে মণি, আয়ান, রুনা, দিলারাদের সাথে দর্শকের এই মধুর সম্পর্কে অবশেষে ছেদ ঘটতে যাচ্ছে ২ জানুয়ারি।

ভাইকে কথা দিয়ে ক্রিকেটার হবার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসা মণির জীবন থেকে হারাতে বসেছিলো বন্ধু আর ক্রিকেট দুইটাই। তবে মণির জাতীয় নারী ক্রিকেট দলে সুযোগ পাবার যে আকাঙ্খা, তা আর দীর্ঘ হচ্ছে না। একের পর এক পারিবারিক জটিলতা আর সংগ্রাম পেরিয়ে মণি এবার আন্তর্জাতিক ম্যাচ খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। লাল সবুজের জার্সি শেষপর্যন্ত গায়ে জড়াতে যাচ্ছে সে। তবে এখানেও স্বামী আয়ানের কাছে মণি রেখে এসেছে এক রহস্যময় চিঠি। কী সারপ্রাইজ আছে সেই চিঠিতে, জাতীয় দলে জায়গা পাওয়ার পাশাপাশি আর কী যোগ হতে যাচ্ছে মণির প্রাপ্তির খাতায় -তা জানতে দর্শককে দেখতে হবে নাটকের শেষ পর্বটি।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় নামভূমিকায় দর্শকনন্দিত সাফানা নমনিসহ নাটকে আরো অভিনয় করেছেন সোহেল তৌফিক, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, তৌফিকুল ইমন, শাহজাহান সৌরভ, আজিজুন মীম, শেহজাদ ওমর সহ আরো অনেকে। নাটকের লাইন প্রাডউসার কিশোর খন্দকার। প্রতিদিন রাত ৮টায় দীপ্ত টিভিতে প্রচারের আগেই ‘মাশরাফি জুনিয়র’ এর দেখা যাচ্ছে দীপ্ত প্লেতে, সাথে ইউটিউব আর ফেসবুকে থাকছে আগের মতই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *