বুধবার, জানুয়ারি ২২Dedicate To Right News
Shadow

জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ❝প্রবাসীর স্ত্রী-টু❞ নাটকে অহনা ও রুশো

Spread the love

বছরের শুরুতে নতুন নাটক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইভিউ ফিল্মস। গত ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘প্রবাসীর স্ত্রী’ নামের মুক্তির পর আলোচনায় আসে ‘প্রবাসীর স্ত্রী’ নাটকটি। ❝প্রবাসীর স্ত্রী❞ নাটকটি বিশাল সফল্য পাওয়ার পর দর্শকদের বিশেষ অুনরোধে এর ২য় কিস্তি ❝প্রবাসীর স্ত্রী ২❞ নির্মানে আগ্রহী হোন পরিচালক জিয়াউদ্দিন আলম।

এর পরে আসাদুজ্জামান সোহাগের লেখা ‘প্রবাসীর স্ত্রী ২’ দ্বিতীয় কিস্তি নির্মান করেন । প্রবাসীর স্ত্রী ২’ তে আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও লেডি স্টারখ্যাত অহনা রহমান ও মডেল অভিনেতা রুশো শেখ।

‘প্রবাসীর স্ত্রী ২’ নাটকটি গত ৩ জানুয়ারী শুক্রবার বিকেলে রিলিজ হয়েছে স্কাইভিউ ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রবাসীর স্ত্রী ২’ নাটকটি রিলিজের এক ঘন্টার মধ্যে দর্শক নাটকটি নিয়ে খুব ভালো ভালো রিভিউ ও কমেন্ট করছে। এবং নাটকটি লুফে নিয়েছেন। ইতি মধ্যে প্রবাসীর স্ত্রী ২’ নাটকের ভিউ দাড়িয়েছে ১ মিলিয়নের ।

নাটকের গল্পে দেখা যাবে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের নিদারুণ কষ্টের গল্প। যেখানে প্রবাসী স্বামী সন্তানকে অস্বীকার করে। রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তালাকও দেয়। শ্বশুরবাড়ির মানুষের নির্যাতনে মাত্রা বেড়েই চলে নিরুর ওপর। একের পর এক ঘটনা ঘটতে থাকে। এগিয়ে চলে নাটকের কাহিনি। পুবাইলের একটি রিসোর্টে টানা দুদিন নাটকের শুটিং হয়েছে।

নাটকের দ্বিতীয় কিস্তি নিয়ে আশাবাদী পুরো টিম। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অহনা বলেন, ‘নাটকটির দ্বিতীয় কিস্তিও চাইছিলেন দর্শক। পরিচালক জিয়াউদ্দিন আলম ভাইও কাজটির জন্য বলছিলেন। আমার মনে হয়, দর্শককে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। অপেক্ষার পালা শেষ। সুন্দর একটি গল্প। আমার বিপরীতে অভিনয় করেছে মডেল অভিনেতা রুশো শেখ সহ আরো অনেকেই। আশা করছি, দর্শক ভালো একটি গল্প পাবে।

রুশো শেখ বলেন, ‘প্রথমেই বলতে চাই আমি অহনার কথা। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। এবারও শুটিংয়ের সময় তার কাছে অনেক সহযোগিতা পেয়েছি। প্রবাসীর স্ত্রী থেকে টু গল্প বেশি শক্তিশালী। আমাকে দর্শক ভালো ভাবে নিয়েচ্ছে। এই দুই কারে মাধ্যমে আমার ক্যারিয়ার নতুন করে দাড়িয়েছে। সেইটার জন্য পরিচালকের কাছে আমি চির কৃতজ্ঞ। আমার অভিনয়ে হিট কাজগুলোর একটি প্রবাসীর স্ত্রী। দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘অহনা আমার পছন্দের একজন অভিনেত্রী। নারীপ্রধান চরিত্র করেও হিট নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শক প্রবাসীর স্ত্রীর নাটকে তাঁর অভিনয়দক্ষতা দেখেছেন। অনেকেই কেঁদেছেন নাটকটি দেখে। সব শিল্পী দর্শককে কাঁদাতে পারে না। অহনা-রুশোকে নিয়ে দ্বিতীয় কিস্তি নির্মাণ করলাম। আমরা পুরো টিম অনেক গুছিয়ে কাজ করেছি। দর্শক নিরাশ হবেন না, এটুকু পরিচালক হিসেবে আমি কথা দিলাম।

প্রবাসীর স্ত্রী ২’নাটকে আরো অভিনয় করেছেন , জেরিন খান রত্না, শিশূ শিল্পী আদিবা সুলতানা,পৃথা, সৈয়দ শিপুল, টুম্পা মাহবুব । ক্যামেরায় ছিলেন মোঃ সুজন, সম্পাদনা ও রিং বিন্যস -টিডি দিপক । নাটকের মিউজিক করেছেন আপলে মাহমুদ ইমেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *