বৃহস্পতিবার, জানুয়ারি ২৩Dedicate To Right News
Shadow

পিউরো পেস্ট্রি এন্ড বেকারী’র আউটলেট এর উদ্বোধন

Spread the love

আজ ৯ জানুয়ারি ২০২৫, ওয়ার্ল্ড বিজনেস সেন্টার (নিচ তলা), হাউজ ৭৬/এ, ব্লক এম, রোড নং ১১, বনানী, ঢাকা এপিউরো পেস্ট্রি এন্ড বেকারী’র ১৫ তম আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিউরো ফুডস লিঃ এর পরিচালক মোঃ আব্দুল বাতেন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ) বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পিউরো পেস্ট্রি এন্ড বেকারী দেশের ভোক্তা সাধারণের জন্য সর্বোচ্চ গুণগতমান সম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এর মাধ্যমে ভোক্তাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, খাদ্যের কোয়ালিটি অক্ষুন্ন রাখতে আমরা কখনোই কোন প্রকার কম্প্রোমাইজ করিনি এবং ভবিষ্যতেও করবনা। এ লক্ষ্যে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পিউরো পেস্ট্রি এন্ড বেকারীর যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ্‌ আজকে যার ১৫ তম আউটলেট এর শুভ উদ্বোধন করা হল। রাজধানীতে এই ধরণের আরও বেশকিছু আউটলেট স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিউরো পেস্ট্রি এন্ড বেকারী এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস অপারেশন) মোঃ মিজানুর রহমান তালুকদার এবং বিভিন্ন ডিপার্টমেন্ট এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যে, ইতোপূর্বে গত ২৭ জুলাই ২০১৯ গুলশান এভিনিউ এর রুপায়ন গোল্ডেন এজ টাওয়ার এ (শপ নং- ১৭, নিচতলা) পিউরো ফুডস লি: এর পিউরো পেস্ট্রি এন্ড বেকারী এর প্রথম আউটলেটটি চালু করা হয়। এরপর একে একে উত্তরা ১ নং সেক্টরে, গরীবে নেওয়াজ সেক্টর ১১, মহাখালীর এসকেএস টাওয়ারে, ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজায়, তাজমহল রোড মোহাম্মদপুরে, লেক সিটি কনকর্ড খিলক্ষেতে, গুলশান ১ নং এর ইসলাম ম্যানসনে, বনানীর নাভানা রওশন সায়েদ প্লাজা, মিরপুরের পল্লবীতে, শ্যাওড়াপাড়ায়, বনশ্রী এবং হাতিরপুল আউটলেটসহ পিউরো পেস্ট্রি এণ্ড বেকারীর ১৪ টি আউটলেট স্থাপন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *