বৃহস্পতিবার, জানুয়ারি ২৩Dedicate To Right News
Shadow

ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের অনলাইন এয়ার টিকিট পেমেন্ট সুবিধা

Spread the love

ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকদের অনলাইনে ঝামেলাহীনভাবে এয়ার টিকিট ক্রয় সুবিধা দিতেআকিজ লজিস্টিকস লিমিটেডের সাথে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

এখন থেকে ভিসা এবং মাস্টারকার্ড ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ ও আকিজ লজিস্টিকসের অফিসিয়াল ওয়েবসাইট (akijair.com) ব্যবহার করে বিমানের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

Akijair.com হলোএকটি অনলাইন ট্রাভেল এজেন্সি, যারা বিমানের টিকিট ক্রয় থেকে শুরু করে ট্যুর প্যাকেজসহ আরও অনেক বিষয়েগ্রাহকদের সম্পূর্ণ ট্রাভেল সার্ভিসদিয়ে থাকে।

এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকের অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে কার্ডের মাধ্যমে কেনা টিকিটের মূল্য ফেরত বা বাতিলকরণ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে।

আকিজ লজিস্টিকসের গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের স্মার্টপেমেন্ট-সক্ষম অত্যাধুনিক অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে সর্বোত্তম সেবা নিতে পারবেন। এছাড়াও, ব্র্যাক ব্যাংক গ্রাহকদের নানান ধরনের ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে।

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ডহেড অব রিটেইল ব্যাংকিংমো. মাহীয়ুল ইসলাম এবং আকিজ লজিস্টিকসের সিইও মো. ফজলে হুদা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেনহেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব অ্যালায়েন্সআশরাফুল আলমএবং আকিজ এয়ারেরপক্ষেউপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিসিওদারাজ মাহমুদ।

এই চুক্তি গ্রাহকদের অনলাইন পেমেন্ট অভিজ্ঞতা উন্নত এবং ই-কমার্স মার্কেটপ্লেসে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *