শনিবার, জানুয়ারি ১৮Dedicate To Right News
Shadow

লুৎফর হাসানের গল্পের নাটকে পার্থ শেখ ও আইশা খান

Spread the love

গল্পটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে। একজন মানুষের প্রতি তীব্র প্রেম আর সেই প্রেম থেকে প্রত্যাখ্যাত হয়ে কুকুরের সঙ্গে সংসার গড়ার গল্প এটি। কী এমন হয়েছিল? সব প্রশ্নের উত্তর মিলবে এই নাটকে। যার নাম ‘নিরুদ্দেশ’।

গানচিলের ব্যানারে নির্মিত এই নাটকটির গল্প লিখেছেন ‘ঘুড়ি’খ্যাত সংগীতশিল্পী লুৎফর হাসান। নাটকটি নির্মাণ করেছেন সোহেল রাজ। এতে পার্থ শেখ ও আইশা খান মূল ভূমিকায় অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন মাহমুদুল ইসলাম মিঠু।

অভিনেতা পার্থ শেখ বলেন, ‘এই গল্পটা ইউনিক। আমি কখনও এরকম চরিত্রে অভিনয় করিনি। চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং। নাটকটি মুক্তির পর থেকে প্রচুর প্রশংসা পাচ্ছি। আশা করি, এই গল্প দর্শকের মনে দাগ কেটে থাকবে।’

অভিনেত্রী আইশা খান বলেন, ‘পার্থ এবং আমার জুটিবদ্ধ হয়ে এটাই প্রথম কাজ। গল্প এবং নির্মাণ অসাধারণ। এই কাজে যুক্ত হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। প্রচুর সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে’

‘নিরুদ্দেশ’ নাটকটি ৯ জানুয়ারি বিকাল ৩টায় গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

‘নিরুদ্দেশ’ নাটকের লিংক: https://www.youtube.com/watch?v=W4PLGDhHN0s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *