বুধবার, ফেব্রুয়ারি ১২Dedicate To Right News
Shadow

আসছে ধ্রুব মিউজিক আমার গান

Spread the love

অবশেষে আসছে ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার বিজয়ীদের সেরা গানগুলো। গানগুলো প্রকাশের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি বিজয়ী প্রতিযোগীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে গান প্রকাশের উদ্বোধনী আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ জানিয়েছেন আগামী ১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) থেকে পর্যায়ক্রমে গানগুলো ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি প্রকাশ পাবে দেশি ও আর্ন্তজিাতিক একাধিক অ্যাপএ।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন জনপ্রিয় সব শিল্পীদের পাশাপাশি নতুন এবং প্রতিভাবানদের নিয়ে কাজ করছে। এতে করে একজন প্রতিভাবান যেমন নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন, সেই সঙ্গে দেশে সংগীতাঙ্গন পেয়েছে নতুন কণ্ঠশিল্পী। সেই ভাবনা থেকেই ব্যতিক্রমী এক প্রভিভা অন্বেষনের আয়োজন আয়োজন করে প্রতিষ্ঠানটি। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তুমুল মেধাবী যারা একসঙ্গে লিখতে পারে, সুর করতে পারে এবং গাইতেও পারে, সংগীতের এমন অলরাউন্ডারদের তুলে আনার জন্য আয়োজন করে ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার।
‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেছেন দেশের কিংবদন্তি থেকে শুরু করে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। এই তালিকায় আছেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুল, তরুণ মুন্সী, মিলন মাহমুদ, শাওন গানওয়ালা, কিশোর দাস, কাজী শুভ ও বেলাল খান।
বিচারকদের স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার গানের মধ্য থেকে নির্বাচিত হয় এক হাজার গান। সেখান থেকে নির্বাচিত হয় সেরা ১০০। এরপর চূড়ান্ত ফলাফলে সেরা-২০ বিজয়ী ঘোষণা করা হয়। এই সেরাদের তালিকায় আছেন, অনিরুদ্ধ শুভ , সৌরভ অধিরাজ, স্বর্ণা দাস তৃষা, আহমেদ সজীব, অজয় দেব, বেলাল হোসেন রিজু, বাউল রাসেল , এহসান রানা, পায়গাম রাব্বানী, জ্যোতি, নিশান্ত আর রহমান জোনেক্স, আব্দুল্লাহ আল মামুন, স¤্রাট আহমেদ, এস কে বিপুল সরকার, নাহিদ হাসান, জয়ন্ত কুমার, দৃপ্ত, অংশুক রায়, এহেতেশাম রোমেল এবং জয়।
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ এই আয়োজন নিয়ে বলেন, অডিও অঙ্গনকে আরও সরব করতে এবং সংগীতের প্রতি দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রি সঙ্গীতের একঝাক অলরাউন্ডার পেতে যাচ্ছে। আমরা শুরু থেকেই প্রতিভার মূল্য দিয়ে আসছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *