বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬Dedicate To Right News
Shadow

মাছরাঙা টেলিভিশনে ১০০ পর্বে ‘সিটি লাইফ’

Spread the love

একশত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘সিটি লাইফ’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে নাটকটি। ১৬ জানুয়ারি প্রচারিত হবে এর ১০০তম পর্ব। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীন প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, মোর্শেদ মাহমুদ তার স্ত্রী, সন্তানদের চাপে গ্রামের সম্পত্তি বিক্রি করে ঢাকায় একটি ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে চলে এসেছেন। তাদের মতে গ্রামে আধুনিক ও উন্নত জীবনযাপনের সুবিধা পাচ্ছে না তারা। সন্তানদেরকে যুগের সাথে তাল মিলিয়ে বেড়ে ওঠার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছেন মোর্শেদ সাহেবের স্ত্রী রেনু। প্রথম দিন থেকেই পাশের ফ্ল্যাটের মুনিয়া ভাবী তাদের বাসায় আসা শুরু করেন। সব বিষয়ে তাদেরকে পরামর্শ দেন, আগ বাড়িয়ে সাহায্য করেন। সারাদিন তার এই আসা-যাওয়া একসময় রেণুর ভেতরে সন্দেহ তৈরি করে। মুনিয়ার স্বামী বিদেশে থাকে। মোর্শেদের সঙ্গে তার কোন সম্পর্ক তৈরি হচ্ছে বলে রেণুর ধারণা। এ নিয়ে শুরু হয় সংসারে অশান্তি। এদিকে তাদের বড় মেয়ে প্রিয়ন্তী এলাকার প্রভাবশালী লোক শহীদ সাহেবের ছেলে অয়নের প্রেমে পড়ে। অয়ন বখাটে টাইপের ছেলে। প্রিয়ন্তীর উদ্দেশ্য হলো অয়ন যেহেতু প্রভাবশালী তাই তার সাথে সম্পর্ক থাকলে অন্য কেউ ডিস্টার্ব করবে না। মোর্শেদ সাহেবের একমাত্র ছেলে সোহান শহরে আসার পর খুব দ্রুত বদলে যায়। বন্ধু-বান্ধব, পার্টি, আড্ডা, ঘুরে বেড়ানো, নতুন নতুন মেয়েদের সাথে প্রেম, রাত করে বাড়ি ফেরা তার নিত্যনৈমিত্তিক কাজ হয়ে যায়। এ নিয়ে চিন্তিত মোর্শেদ সাহেব। ছোট মেয়ে অবন্তীকেই শুধু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। তিন ভাই বোনের মধ্যে অবন্তী সহজ-সরল। মুনিয়া ভাবীর দেবর রাকিব পছন্দ করে অবন্তীকে। তবে অবন্তী তাকে পাত্তা দেয় না। অবন্তীকে নিয়ে বাবা-মা দু’জনেই নিশ্চিন্ত থাকেন। আর এই অবন্তীই একদিন পরিবারের সবচাইতে বড় বিপদের কারণ হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *