বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬Dedicate To Right News
Shadow

চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি: পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Spread the love

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি । এ লক্ষ্যে আমরা সবগুলো সংস্থাকে নিয়ে আগামীকাল একসাথে বসবো। সেখানে আমরা বুঝঝার চেষ্টা করবো এই প্রকল্প গুলোতে এই বর্ষায় আমরা কি সুফল পাব। আর পরের বর্ষায় আমরা কি সুফল পাব।
তিনি বলেন, একটা দীর্ঘদিনের সমস্যা তো একদিনে সমাধান হওয়ার নয়।
কিন্তু সমাধান তো হতে হবে। আমাদেরকে বুঝতে হবে এই বর্ষায় কি হবে? পরের বর্ষায় কি হবে। এবং তারপরের বর্ষায় কি হবে? প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে অন্যটা চিন্তা করতে হবে।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে উপদেষ্টা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা রিজওয়ানা হাসান রেলপথ, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক সহ চট্টগ্রাম মহানগরের জামাল খাঁন খাল (লাভ লেইন), মির্জাপুল, এন. মোহাম্মদ ব্রিজ (বহদ্দারহাট),রাজাখালি ৫ নং ব্রীজ,চাক্তাই খাল রেগুলেটর সংলগ্ন খাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে পানি সম্পদ উপদেষ্টা আরও বলেন এখানে খালগুলো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে, খালের ওপর অনেক জায়গায় বড় বড় বিল্ডিং উঠে গেছে, ৮ তলা ৬ তলা বিল্ডিং উঠে গেছে, ৩ টা স্পটে দেখলাম বড় বড় বিল্ডিং এর পাশ ভাংতে হচ্ছে এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, পাহাড়গুলো কাটার ফলে মাটিগুলো এসে খালে পড়ছে। আরেকটা হচ্ছে প্রচুর পলিথিন এবং প্লাস্টিক।
পানি সম্পদ উপদেষ্টা বলেন, আজকে থেকে আপনারা পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দিবেন আপনারা যারা আমাদের ইন্টারভিউ নিচ্ছেন। আপনারা গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে যারা আছেন এ বিষয়ে আপনারা জনসচেতনতা গড়ে তুলবেন যাতে কেউ পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার না করেন। বাজারে যেতে আপনারা এখন থেকে পরিবেশবান্ধব পাঠের ব্যাগ বা চটের ব্যাগ নিয়ে যাবেন যেমনটি আমাদের বাপ দাদারা বাজারে যেতে নিয়ে যেতেন। এটাই বিকল্প।

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন চৌধুরী, পানি সম্পদ সচিব নাজমুল আহসান,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদ হোসেন,সিডিএ এর চেয়ারম্যান,চট্টগ্রামের বিভাগীয় কমিশনার,ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *