বুধবার, ফেব্রুয়ারি ১২Dedicate To Right News
Shadow

৬ষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৫

Spread the love

আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৫ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (CVASU) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) চট্টগ্রাম জোনের আয়োজনে “৬ষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব, ২০২৫”।
“যুক্তি দিয়ে সিক্ত হোক মুক্তির এই মুগ্ধ সময়” স্লোগানে এই উৎসবটি চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মাঝে যুক্তির আলো ছড়িয়ে দেয়া, তাদের যুক্তিবাদী, মেধাবী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৮০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংগঠক এই অভূতপূর্ব মিলন মেলায় অংশগ্রহণ করবেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ডেপুটি পুলিশ কমিশনার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ সোলাইমান এবং গ্লোবাল সোর্সিং পরিচালক ওয়ালমার্টের মুনতাসিম বিল্লাহ। এই আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এ কে এম শোয়েব। সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি-এর কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান জনাব জুয়েল চৌধুরী। শিক্ষার্থীদের জাদুকরী উপস্থাপনার মাধ্যমে মাতিয়ে রাখতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য উপস্থাপক ও এনডিএফ বিডি-এর মহাপরিচালক জনাব লায়ন এম আলমগীর।
এছাড়াও, সহযোগিতায় থাকবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কৃতজ্ঞতায় থাকবে এম ইউ ফ্যাশন, এবং পানীয় পার্টনার হিসেবে থাকবে মুসতান।
উৎসবের পুরো সময় জুড়ে বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক প্রদর্শনী আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে জনপ্রিয় শিক্ষক – শিক্ষার্থী বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক এবং প্ল্যানচেট বিতর্ক। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং এবং কুইজ প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে দুটি বিশেষ কর্মশালা: ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী বিতর্ক কর্মশালা। শিক্ষার্থীরা পাবেন বিভিন্ন উপহার সামগ্রী, সার্টিফিকেট, সকালের ও দুপুরের খাবার।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিতার্কিক সংগঠন এনডিএফ বিডি দীর্ঘ ২২ বছর ধরে দেশের বিতর্ক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ ডিবেট লিগ, জাতীয় বিতর্ক ক্যাম্প, আন্তর্জাতিক বিতর্ক বিনিময় কর্মসূচি, যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন, জাতীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা এবং জাতীয় বিতর্ক উৎসবসহ অসংখ্য কার্যক্রমের মাধ্যমে এনডিএফ বিডি তরুণদের নেতৃত্ব বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব আয়োজক কমিটি ২০২৫-এর বিশ্বাস, এই বর্ণিল আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের প্রতি অনুরাগ সৃষ্টি করবে এবং তাদের যুক্তির আলোয় আলোকিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *