
২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় দীপ্ত টিভিতে আয়োজন করা হয় রিয়োলিটি শো ‘Deepto Star Hunt’ এর সংবাদ সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন Deepto Star Hunt এর প্রধান বিচারক মিডিয়া ব্যক্তিত্ব অভিনেতা তারিক আনাম খান ও পরিচালক শিহাব শাহীন এবং দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা, দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ, দীপ্ত টিভির উর্ধ্বতন কর্মকর্তাগণ তানভীর খান, খৈয়াম সানু সন্ধি সহ অন্যান্য মিডিয়া ব্যক্তিত্ব।
দীপ্ত টিভিতে শুরু হচ্ছে অভিনয়-প্রতিভাদের নিয়ে রিয়েলিটি শো ‘Deepto Star Hunt’ সারা দেশজুড়ে খোঁজা হচ্ছে প্রতিযোগীদের। Starhunt.deeptoplay.com এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করলেই স্টার হওয়ার পথে প্রতিযোগীরা রাখছেন প্রথম পদক্ষেপ।
দীপ্ত কর্তৃপক্ষ জানিয়েছেন, সিনেমা ও মিডিয়া জগতের গুরুত্বপূর্ণ মানুষদের নেয়া অডিশন, ওয়ার্কশপ ও বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্টের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রতিযোগীরা এগিয়ে যাবে Deepto Star Hunt হওয়ার লক্ষ্যে। একজন স্টারের হতে যত ধরনের বৈশিষ্ট ও দক্ষতা থাকতে হয় তার সবই এই রিয়েলিটি শোয়ে উঠে আসবে। একদিকে প্রতিযোগীরা যেমন শিখবে অন্যদিকে নিজেদের প্রেজেন্টেশনে তারা বিচারকদের কাছ থেকে মার্কসও আদায় করে নেবে। গুণী বিচারকদের হাত ধরেই Deepto Star Hunt পৌঁছাবে চূড়ান্ত লক্ষ্যে।
‘Deepto Star Hunt’-এ সেরা প্রতিযোগীরা পাবে দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দার সিনেমায় কাজ করার সুযোগ। সেই সাথে তারা কাজী মিডিয়ার সাথে চুক্তিবদ্ধ হবে নানা ধরনের কাজে।
‘Deepto Star Hunt’-এর প্রজেক্ট সুপারভাইজার তানভীর খান এবং নির্বাহী প্রযোজক সাইফুর রহমান সুজন।