বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬Dedicate To Right News
Shadow

‘ভোরের আদরে’ অনিরুদ্ধ শুভ

Spread the love

প্রকাশিত হলো ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার আরেক চমক ‘ভোরের আদরে’। অনিরুদ্ধ শুভর কথা, সুর ও গায়কীতে মৌলিক গান এটি। গানটি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
অনিরুদ্ধ শুভ ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিজয়ীদের একজন। ডিএমএস জানায়, তাদের আমার গান প্রতিযোগিতায় সারাদেশ থেকে দশ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখান থেকে প্রথমে সেরা ১০০জন নির্বাচিত করে প্রতিষ্ঠানটি। এরপর সেরা ১০০ থেকে চুলচেড়া বিশ্লেষন করে নির্বাচিত করা হয় সেরা ২০ জনকে। পর্যায়ক্রমে এই সেরা ২০ জনের গান প্রকাশের সিদ্ধান্ত নেয় ডিএমএস।
উল্লেখ্য, ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিচারকার্য সম্পাদনের গুরু দায়িত্ব পালন করেছেন বাংলা সঙ্গীতের কিংবদন্তি থেকে শুরু করে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত তারাকাগণ। এই তালিকায় আছেন কুমার বিশ্বজিত, বাপ্পা মজুমদার, তরুন মুন্সী, মিলন মাহমুদ, ইমরান মাহমুদুল, কিশোর দাস, বেলাল খান, কাজী শুভ ও শাওন গানওয়ালা।
গানটি নিয়ে অনিরুদ্ধ শুভ জানালেন, মালয়েশিয়াতে থাকা অবস্থায় ২০১৫ সালের এক নির্ঘুম রাতে শেষে ভোর দেখতে দেখতে এই গানটির কথা ও সুর আমার মাথায় আসে। দূর দেশের সেই ভোরের আদর আজ আমাকে দিলো ভিন্ন এক অনুভুতির পরশ। এই আদরে আমি আমার শ্রোতা দর্শকদের বেঁধে রাখতে চাই।
‘ভোরের আদরে’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *