বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬Dedicate To Right News
Shadow

সুপারস্টারদের খুঁজবেন সম্মানিত জুরিরা

Spread the love

দীপ্ত টিভিতে শুরু হতে যাচ্ছে নতুন অভিনয়শিল্পী ও রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারী খোঁজার মিশন ‘Deepto Star Hunt’। ‘দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড়পর্দার সুপারস্টার!’ এই আহবান সামনে নিয়েই মূলত এই স্টার হান্ট যাত্রা শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর অডিশন পর্ব, যেখানে প্রতিযোগীরা তাদের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করছেন। প্রথম পর্যায়ের আজকের অডিশনে সম্মানিত জুরি আছেন সমু চৌধুরী, নাজনীন নাহার চুমকি, গৌতম কৈরি, রোজি সিদ্দিকী, শাহদে আলি সুজন, অনমিষে আইচ, আজজিুল হাকিম। ২৮ জানুয়ারি মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ের অডিশন হবে।

এই শোয়ে সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং বড় পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন। এছাড়া, তারা কাজী মিডিয়া-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন।
দীপ্ত স্টার হান্ট এর অসংখ্য প্রতিভাবানদের মাঝ থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে আনার গুরুদায়িত্ব পালন করবেন স্ব স্ব ক্ষেত্রে জননন্দিত তিন সম্মানিত জুরি। অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় ও নির্মাণের জায়গা থেকে তিনজনই দীর্ঘসময় ধরে মিডিয়ায় তাদের কাজের মাধ্যমে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছেন। এবার ভিন্ন এক মিশনে সুপারস্টার খুঁজে আনতে হবে এই তিনজনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *