
‘দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড়পর্দার সুপারস্টার!’ এই আহবান সামনে নিয়েই মূলত এই স্টার হান্ট যাত্রা শুরু হয়েছে। অডিশন পর্ব শেষে ২ ফেব্রুয়ারি রবিবার ও ৩ ফেব্রুয়ারি সোমবার প্রাথমিক পর্যায়ের গ্রুমিং সেশন চলছে। যেখানে প্রতিযোগীরা অভিনয়ের দক্ষতা প্রদর্শন করতে প্রাথমিক প্রশিক্ষণ নেবেন। গ্রুমিং সেশনে থাকবেন অভিনেতা ও নাট্যকার আজাদ আবুল কালাম, সাংস্কৃতিক কর্মী মীর বরকত, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, বেনজীর শামস, সালিহা নিধি এবং অভিনেত্রী জাকিয়া বারী মম।
এই শোয়ে সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং বড় পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন। এছাড়া, তারা কাজী মিডিয়া-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন।