বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩Dedicate To Right News
Shadow

একুশে বইমেলায় আরিফ মজুমদারের ‘চতুর্দিকে খুনি’

Spread the love

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক আরিফ মজুমদারের নতুন গল্পগ্রন্থ ‘চতুর্দিকে খুনি’। গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে সূর্যোদয় প্রকাশন থেকে ( স্টল নম্বর- ১৫০ )। রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে গল্পগ্রন্থটি।

‘চতুর্দিকে খুনি’ গল্পগ্রন্থটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। মুদ্রিত মূল্য ২০০ টাকা। আরিফ মজুমদারের লেখা পাঠকপ্রিয় উপন্যাস- ‘দুই জীবনের দহন’ ও ‘অনাকাঙ্ক্ষিনী’। বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্যপাতায় প্রকাশিত হয়েছে তার লেখা গল্প। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। রাজধানী ঢাকায় জীবনযাপন হলেও জন্মস্থান চাঁদপুর সদর। তার শৈশব ও কৈশোর কাটে গ্রামের শ্যামল-সবুজ পরিবেশে। সাহিত্যের বই পড়ার অভ্যাসই তার লেখক সত্ত্বাকে জাগিয়ে তোলে। আরিফ মজুমদারের লেখায় মানবমনের আনন্দ-বেদনা, মধ্যবিত্তের টানাপোড়েন, গ্রাম বাংলার সমাজ-বাস্তবতার চিত্র, সর্বোপরি নাগরিক সমাজের বিদ্রুপাত্মক আচরণ শব্দে শব্দে মূর্ত হয়ে উঠতে দেখা যায়। ভাষাগত সারল্য ও সাবলীলতা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। লেখালেখির কারণে পেয়েছেন- প্রজন্ম লেখক সম্মাননা স্মারক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) লেখক সম্মাননা-২০২২।

লেখকের মতে, প্রতিনিয়ত কত রকম গল্পের জন্ম মানুষের জীবনে, সেইসব গল্পের মধ্যে চলমান সমাজ ও রাষ্ট্রকে চিহ্নিত করা যাচ্ছে। দশটি ছোটগল্প নিয়ে এই গল্পগ্রন্থ ‘চতুর্দিকে খুনি’। গল্পগুলোর চরিত্রে যে মানুষগুলো, তাদের জীবনকে যেন তাড়িয়ে বেড়াচ্ছে অদৃশ্য খুনিরা! জগত সংসারে একেকজন খুন যেন একেক ভাবে! কেউ খুন প্রেমে বা ক্ষেভে বা নিঃসঙ্গতায় ভুগে, কেউ বা খুন ঘাতকের হাতে। কোনো একটি গল্পও যদি পাঠকদের সামান্য তৃপ্ত করে, তবেই বেড়ে যাবে লেখকের ভালোলাগার অনুভূতটুকু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *