বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬Dedicate To Right News
Shadow

ক্যারিয়ার হিসেবে গবেষক

Spread the love
  • মোহাইমানুল ইসলাম নিয়ন

সরকারি-বেসরকারি চাকরির প্রতিযোগিতায় অনেক শিক্ষার্থীরা যেমন নিজেদের নিমজ্জিত করছেন, তেমনি এদের মাঝেই কেউ কেউ আছেন যারা গবেষণায় ক্যারিয়ার গঠনে আগ্রহী। এছাড়া অন্যত্র অনেক কাজেও গবেষণার প্রয়োজন হয়ে থাকে। তবে কোন বিষয়ে পড়লে কিংবা কোন কোন যোগ্যতার উপর ভিত্তি করে গবেষণায় ক্যারিয়ার করা যায়, সে প্রশ্ন অনেকেরই অজানা।

কোন বিষয়ে পড়লে গবেষণায় কাজ করতে পারবো?

সোশ্যাল সাইন্স, সোসিওলজি, সোশ্যাল ওয়ার্ক্‌ জেন্ডার স্টাডিসসহ গবেষণা সংক্রান্ত এমন অনেক বিষয়ই আছে যেগুলো হয়তো আপনার গবেষক হওয়ার কাজটা অনেকাংশে সহজ করে দিবে, কিন্তু তার মানে এই নয় যে এগুলো না পড়লে আপনি গবেষণায় ক্যারিয়ার গড়তে পারবেন না।

কৌতূহল মনস্কতা

একজন ভালো রিসার্চার হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হলো, কৌতূহল মনস্কতা এবং প্রশ্ন করতে শেখা। যত ছোটই হোক না কেন প্রশ্ন করুন নিজেকে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করুন, উত্তর খুঁজতে খুঁজতে আপনার মনে নিঃসন্দেহে আরও কিছু প্রশ্ন উঁকি-ঝুঁকি দেবে। এইভাবেই একদিন দেখবেন আপনার কিছু প্রশ্নের উত্তর সেভাবে হয়তো খুঁজে পাচ্ছেন না আর সেখান থেকেই গবেষণার পথে আপনার যাত্রা শুরু।

গবেষণায় শিক্ষা অর্জন

গবেষণায় শিক্ষা অর্জন আপনি অনেকভাবেই আত্মস্থ করতে পারেন। তবে সবচেয়ে কার্যকর হলো কাজের মাধ্যমে শিক্ষা অর্থাৎ ব্যবহারিক শিক্ষা। স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে আপনার শিক্ষক বা অধ্যাপকের নিকট সাহায্য চাইতে পারেন। তাদের গবেষণায় তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও পরিমার্জনের মতো কাজ করে একজন সহায়ক হিসেবে কাজ করুন। অনেকের ক্ষেত্রে আবার সেই সুযোগ হয় না। তারা সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভলপমেন্ট (সিআরডি), ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টসহ (বিআইজিডি) বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ইন্টার্ন কিংবা গবেষণা সহকারী হিসেবে কাজের সুযোগ খুঁজতে পারেন। এসব প্রতিষ্ঠানে দলগতভাবে কাজ করার কারণে হাতে-কলমে কাজের সুযোগ থাকছে। প্রোপোজাল লেখা, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ থেকে গবেষণাপত্র লেখায় নিজেকে ধীরে ধীরে পারদর্শী করে তুলতে পারবেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ মেথডোলজির উপর কোর্স রয়েছে। একই সাথে গবেষণার ফলাফল এবং তথ্য বিশ্লেষণের জন্য তৈরি বিভিন্ন টুলস বা সফটওয়্যার ব্যবহার আগে থেকে শিখে রাখতে পারেন। গবেষণার বাজারে ভালো পারফর্ম করতে এসব কোর্স এবং শিক্ষা আপনাকে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে রাখবে।

গবেষণার জন্য পড়াশোনা

গবেষণার প্রথম শর্ত বলেছিলাম কৌতূহল মনস্কতা এবং প্রশ্ন করতে শেখা। আর সেজন্য করতে হবে পড়াশোনা। এর কোন বিকল্প নেই। আপনি দক্ষ গবেষক হোন কিংবা সহকারী, আপনাকে জানতে হবে, পড়তে হবে। নিয়মিত জার্নাল আর্টিকেল পড়ার পাশাপাশি অন্য গবেষকদের গবেষণাপত্র বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ করতে হবে।

এছাড়া আপনার আগ্রহের বিষয়ে অধিক জানতে নিয়মিত নিবন্ধ, বই এবং সাক্ষাৎকার পড়তে পারেন, যা আপনার মাঝে গবেষণার নতুন নতুন আইডিয়া তৈরি করতে সহায়ক হবে।

চাকরির বাজার

গবেষণা পেশা হিসেবে নিঃসন্দেহে দারুণ। একজন দক্ষ গবেষকের চাহিদা পূর্ববর্তীতে যেমন ছিল, বর্তমানে আছে এবং তেমনি ভবিষ্যতেও থাকবে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন রিসার্চ ও কনসালটেন্সি ফার্ম রয়েছে। দেশীয় একটি প্রতিষ্ঠানে আপনি ‘গবেষণা সহকারী’ হিসেবে প্রাথমিক পর্যায়ে খুব সহজেই ২০-৩০ হাজার টাকা আয় করতে পারেন। অপরদিকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সুযোগ পেলে একজন রিসার্চার বা রিসার্চ অফিসার ৭০ হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকাও আয় করতে পারেন কিংবা প্রতিষ্ঠানভেদে কখনো কখনো তার চেয়েও বেশি।

যেভাবে গবেষণায় চাকরি খুঁজবেন

গবেষণা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সাইট সহ ফেইসবুক গ্রুপ (যেমন Desperately Seeking Development Expert)গুলোয় নিয়মিত চোখ রাখলেই আপনি চাকরির বিজ্ঞপ্তিগুলো পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *