
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে গীতিকবি রবিউল আউয়ালের লেখা ‘কোটা সংস্কার-আন্দোলন থেকে গণঅভ্যুত্থান’ ও ‘দেড়শতাধিক বাংলা তানকা’ নামে দুইটি বই। জুলাই বিপ্লবের পটভূমি কোটা সংস্কার-আন্দোলন থেকে ছাত্র-জনতার আন্দোলনের ফলে সৃষ্ট গণঅভ্যুত্থানের বিষয়ে আলোচনা রয়েছে ‘কোটা সংস্কার-আন্দোলন থেকে ২৪’র গণঅভ্যুত্থান’ বইটিতে।
‘দেড় শতাধিক বাংলা তানকা’ একটি সংক্ষিপ্ত কবিতার বই, যেখানে দেড়শতাধিক সংক্ষিপ্ত কবিতা রয়েছে। জাপানি কবিদের হাতে রচিত পাঁচ পঙক্তিবিশিষ্ট ৫-৭-৫, ৭-৭ মাত্রা বিন্যাসের সংক্ষিপ্ত কবিতার নাম তানকা। তানকাকে হাইকুর পূর্বপুরুষ বলা হয়, আবার তানকাকে সনেট নামেও অভিহিত করা হয়। বইটিতে জাপানি আরো কিছু সংক্ষিপ্ত কবিতা কাঠামো নিয়ো সংক্ষেপে আলোচনা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভ্রমণ কাহিনী ‘জাপানযাত্রী’ বই থেকেই প্রথম বাংলা পাঠকরা জাপানি সাহিত্যের সাথে পরিচিত হয়। দেড়শতাধিক বাংলা তানকাতে মাত্রাবৃত্ত ছন্দে ৫-৭-৫, ৭-৭ মাত্রাবিন্যাসে তানকা লিখছেন।
এবারের বইমেলায় তাঁর দুটি বই ‘কোটা সংস্কার-আন্দোলন থেকে গণঅভ্যুত্থান’ ও ‘দেড়শতাধিক বাংলা তানকা’ প্রকাশনা প্রতিষ্ঠান সাহিত্যদেশ থেকে প্রকাশিত হবে। সাহিত্যদেশের স্টল নম্বর ৫৯৪-৫৯৫।
তাঁর প্রথম প্রকাশিত বই ‘আড়াইশতাধিক বাংলা হাইকু’ ২০২৪ সালের একুশে বইমেলায় বের হয়েছিল প্রকাশনা প্রতিষ্ঠান সাহিত্যদেশ থেকে।
রবিউল আউয়াল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ৪ঠা জুন ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। পড়াশোনা হিসাব বিজ্ঞানে মাস্টার্স। ছাত্রজীবনে (ইন্টামিডিয়েট) দৈনিক আমার চাঁদপুর পত্রিকাতে কাজ করেছেন এবং জেলাভিত্তিক পত্রিকাতে নিয়মিত প্রকাশিত হয়েছে ছড়া, কবিতা ও গল্প। অভিমান করে দীর্ঘদিন লেখালেখি থেকে নিজেকে দূরে রাখলেও ২০১৬ সালের ডিসেম্বরের শেষের দিকে আবারও লেখালেখিতে সক্রিয় হন। ইতোমধ্যে তাঁর লেখা শতাধিক গান প্রকাশিত হয়েছে, দেশ ও দেশের বাহিরে বিভিন্ন শিল্পীর কন্ঠে। তাঁর লেখায় উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এর সর্বপ্রথম বাংলা গান ২০১৯ সালের ২৫শে নভেম্বর প্রকাশিত হয়। বর্তমানে দেশের সঙ্গীত ভুবনেও রয়েছেন সক্রিয়। আড়াই শতাধিক বাংলা হাইকু’ তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ। পাঠক ও শ্রোতাদের ভালবাসা প্রাপ্তির লক্ষ্যেই লিখতে চান জীবনের বাকীটা সময়।