
গত ২৬ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভারে, রমনা রেজিমেন্ট, বিএনসিসি, ঢাকা এর বার্ষিক রেজিমেন্ট ক্যাম্প ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে রমনা রেজিমেন্টের অধীন ০৫ টি বাটালিয়নের আওতাধীন ১২৬টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে সিনিয়র ও জুনিয়র ডিভিশনের সর্বমোট ৬৬২ জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন।
নিয়মিত সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিএনসিসি ক্যাডেটগণ এই ক্যাম্পে ট্রাফিক ডিউটি সম্পর্কিত প্রশিক্ষণ, মাদকদ্রব্য এবং মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কিত প্রশিক্ষণ, ভূমিকম্পে আক্রান্ত জনগণকে উদ্ধারকরণের কৌশল এবং অগ্নিকান্ডে আহত জনগণকে উদ্ধারের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ লাভ করেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকান্ড যেমন: ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে বিএনসিসি ক্যাডেটগণ অংশগ্রহণ করেন।
গত ৩ ফেব্রুয়ারি ক্যাম্পের সমাপনী প্যারেড, প্রীতিভোজ এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্যাম্পের সমাপনী প্যারেড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির সম্মানিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি।
সমাপনী অনুষ্ঠানে বিএনসিসির সামরিক কর্মকর্তা, বিএনসিসিও, পিইউও, টিইউওগন উপস্থিত ছিলেন ।