শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

যোগাযোগ, কোয়ালিটি শিক্ষা ও কৃষির উন্নয়নই পার্বত্য অঞ্চলের উন্নয়ন- পার্বত্য উপদেষ্টা

Spread the love

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নের মূল বেইজ হলো শিক্ষাক্ষেত্রে কোয়ালিটি এডুকেশন, কৃষিক্ষেত্রে লাইভলিহুড ডেভেলপমেন্ট এবং যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়ন। সর্বোপরি রাষ্ট্রের উন্নয়ন কাজে সকল বিভাগের ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রত্যেকের বেসিক ফাউন্ডেশন গড়ে তুলতে হবে বলে জানান তিনি।

আজ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ রাঙ্গামাটি পৌরসভার রাঙ্গাপানি হ্যাচারি এলাকায় গৃহীত জেলা পরিষদ আবাসিক কলেজ (District Council Residential College, RCDC)’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, পার্বত্য এলাকায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এই কলেজটিতে ইংরেজি শিক্ষার ভিত আরো মজবুত করতে বাংলাসহ অন্যান্য বিষয়ের সাথে ইংরেজি কারিকুলামে পড়ানোর লক্ষ্য রয়েছে।

উপদেষ্টা বলেন, আমরা আশা করছি এই কলেজের শিক্ষার্থীরা ইংরেজী চর্চার মাধ্যমে ইংরেজীতে ভালো করতে পারবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজের নির্মাণ প্রকল্পের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাথমিক ভাবে তিন কোটি থাকা অর্থ বরাদ্ধ দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, পার্বত্যাঞ্চলে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। তাই পার্বত্যাঞ্চলে শিক্ষার মান উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে শিক্ষকরা থাকতে চান না। এই কলেজ শিক্ষার গুণগত মান উন্নয়নে সকল চাহিদা পূরণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, যোগাযোগ এই দেশের অন্যতম মাধ্যম। রামগড়-খাগড়াছড়ি, খাগড়াছড়ির মানিকছড়ি ও রাঙ্গামাটির মানিকছড়ি-বেতবুনিয়া সড়ক চার লেইনে যাতে উন্নিত করা হয় তারজন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি দিয়েছি। এই ব্যাপারে আমরা কাজ করছি।

এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল এরশাদ হোসেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাংগামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব শুভাশিস চাকমা, রাংগামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *