বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষ্যে বাংলাভিশনের বিশেষ আয়োজন

Spread the love

প্রতিবছরের ন্যায় এবারও ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষ্যে বাংলাভিশন টিভি পর্দায় থাকছে বিশেষ আয়োজন। এর মধ্যে রয়েছে দুইটি বিশেষ নাটক, বাংলা সিনেমা ও আলোচনা অনুষ্ঠানের বিশেষ পর্ব। আর ভালোবাসা দিবসের নাটকগুলোতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী।

নাটক ‘বউ সোহাগী’:
রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বউ সোহাগী’। সুজিত বিশ্বাসের রচনা ও মারুফ মিঠু’র পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানহা তাসনিয়া ও আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের ছেলে হেকমত সরদার। ছোট সময় থেকেই বেশ কিছু বিষয় নিয়ে তার ফোবিয়া রয়েছে। এই যেমন: পিঁড়ি ও নারীর প্রতি। আর এজন্যই নিজেও বিয়ে করতে ভয় পায় সে। কিন্তু তার মা’র খুব ইচ্ছে ছেলের বউ দেখা। ছেলে হেকমতের এই ধরনের ফোবিয়া থাকায় মায়ের সেই ইচ্ছে পূরণ হচ্ছিল না। একদিন বাড়িতে হেকমতের ছোটকালের বন্ধু আরিফকে ডেকে আনে তার মা। এ সময় ঘর থেকে বের হয়ে বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছিল হেকমত। হঠাৎ বাড়িতে বন্ধুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সে। এ সময় তার মা ও বন্ধু আরিফুল বলে, পাশের গ্রামে যাবে তাকে নিয়ে, এ কথা শোনার সাথে সাথেই কান্না শুরু করে হেকমত। মা ধমক দিয়ে থামায় তাকে। কিন্তু সে কোনোভাবেই যেতে রাজি না, তাই তো সে ঘরের খুটি ধরে রাখে যেন তাকে কেউ নিয়ে যেতে না পারে। একপর্যায়ে বন্ধু আরিফুল ও তার মাসহ কয়েকজন হেকমতকে দড়ি দিয়ে বেঁধে অটোতে করে নিয়ে যায় বিয়ের করাতে। কনের বাড়িতে গিয়ে ঘটে নতুন এক বিপত্তি তা হলো, কবুল বলার পরই অজ্ঞান হয়ে যায় হেকমত। তবুও বিয়ে বন্ধ না রেখে বাসর ঘরে আনা হয় বরসহ কনেকে। পরে জ্ঞান ফিরলে হেকমত নিজেকে খুঁজে যায় এক সুন্দরী মেয়ের পাশে বসে আছে বধু সেজে। তার নাম আরিফা। এদিকে নতুন বউকে একনজর দেখার পর হেকমত চোখই সরাতে পারছিল না। গ্রামের এক অবিবাহিত যুবকের জীবন ও বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটির গল্প। আর গল্পের বাকি অংশ জানতে দর্শকদের চোখ রাখতে হবে নাটকটির শেষ পর্যন্ত।

নাটক ‘নার্ভাস কাপল’:
নাটক ‘নার্ভাস কাপল’ প্রচারিত হবে রাত ৯টা ২০ মিনিটে। মুহাম্মদ আবু রাজীন’র রচনা ও এস আর মজুমদার’র পরিচালনায় নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, আইশা খান ও আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, এক সপ্তাহ আগেই সারা ও সাহিলের এনগেজমেন্ট হয়েছে। আজ তাদের বিয়ের ডেট ফাইনাল হয়েছে। দুই পরিবারের মুরুব্বীরা বাসাও ড্রইং রুমে নিজেরা কথা বলছেন, আর অন্য রুমে সারা ও সাহিল বিছানায় পাশাপাশি বসে আছে। এ সময় তাদের মাঝে কিছুটা লজ্জা ও জড়তা দেখা যায়। এক পর্যায়ে সাহিল বিছানা ছেড়ে উঠে হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করে। সারা বিষয়টাতে খুব অবাক হয়। এরপর সে একটু একটু করে সারা’র কাছে ঘেষতে থাকে। ব্যক্তিজীবনে সাহিল খুবই লাজুক প্রকৃতির একটা ছেলে। আর সাহিলের মতো সারাও অতিরিক্ত লাজুক প্রকৃতির মেয়ে। এদিকে ছোটবেলায় মা-বাবা মারা যাওয়ার পর মামা-মামী’র কাছে বড় হয়েছে সে। সারাজীবন বইয়ের ভেতর মুখ গুজে থাকা সাহিল কখনোই কোনো মেয়ের সাথে স্বাচ্ছন্দ্য হতে পারেনি বলে এখ নপর্যন্ত তার কোনো মেয়ে বান্ধবীও হয়নি। সেই সাহিলেরই যখন এনগেজমেন্ট হলো এবং পরিবার থেকে নিজেদের মধ্যে বোঝাপড়াটা করে নেয়ার জন্য বলা হলো তখন থেকেই সাহিল এবং সারা নিজেদের চিনে নিতে গিয়ে সবই তালগোল পাকিয়ে ফেলছে। সদ্য এনগেজমেন্ট হওয়া এমনই এক কাপলের কমেডি রোমান্টিক নানান ঘটনায় নিয়ে এগিয়েছে নাটকটির গল্প। আর গল্পের বাকি অংশটুকু দেখতে দর্শকদের চোখ রাখতে হবে নাটকটির শেষ পর্যন্ত।

‘মিউজিক ক্লাব’র বিশেষ আয়োজন:
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষ্যে সরাসরি মিউজিক্যাল শো ‘মিউজিক ক্লাব’ এর বিশেষ আয়োজন প্রচারিত হবে ১২ ফেব্রুয়ারি রাত ১১ টা ২৫ মিনিটে। এতে গান গাইবেন হৃদয় খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *