শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

৪ রোভারের পায়ে হেঁটে ১৫০ কিমি পরিভ্রমন

Spread the love

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের সেবা ও প্রশিক্ষণ স্তরের ৪ জন রোভার স্কাউট সম্প্রতি কক্সবাজার এয়ার বেইজ থেকে চট্টগ্রাম সদর পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমন করেছে। এরা হলেন রোভার মোঃ ইয়াসিন রহমান, রোভার খন্দকার জানেমুল হক, রোভার সাব্বির আহম্মেদ ও রোভার মোঃ কাউসার অহিদ বিপ্লব। তারা রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্টস রোভার স্কাউট এওয়ার্ড” অর্জনের লক্ষ্যে এই পরিভ্রমন সম্পন্ন করেছে। পরিভ্রমনের সময় তারা সমাজ সচেতনাতামূলক চারটি শ্লোগান- ১) সমুদ্র রক্ষা, নীল অর্থনীতি, টেকসই উন্নয়নে আনবে গতি: ২) চাঁদাবাজি সন্ত্রাস, কওে দেশের সর্বনাশ: ৩) সবার জন্য অধিকার, শিক্ষা-স্বাস্থ্য-সুবিচার: ৪) দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ- বহন ও প্রচার করে।

পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ন সরকারি ও বেসরকারি অফিস পরিদর্শন করে এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গেও সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। ২১ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান এই পরিভ্রমন কার্যক্রম উদ্বোধন করেন।

পরিভ্রমণ দল ২২ জানুয়ারি সকাল ৮টায় কক্সবাজার এয়ার বেইজ থেকে ৫ দিনব্যাপি এই পরিভ্রমণ শুরু করে।পরিভ্রমণ দল ঈদগাঁও,চকোরিয়া, লোহাগাড়া ও গাছবাড়িয়া হয়ে গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টায়চট্রগ্রাম শহীদ মিনার হয়ে জিরো পয়েন্টে জেলা প্রশাসকের কার্যালয়-এ ৫ দিনব্যাপি এইপরিভ্রমণ সমাপ্ত করে এবং ২৭ জানুয়ারি ঢাকায় ফিরে আসে।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ ২০১১ সালেপ্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি বাংলাদেশে স্কাউট আন্দোলনের অগ্রগতিতেগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন অবধি গ্রুপটির ২ জন কৃতি রোভার স্কাউট
(পিআরএস) অ্যাওয়ার্ড অর্জন করেছে। এ বছর গ্রুপটির প্রতিষ্টার ১৪ বছর পূর্তি উদযাপিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *