শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

আজ থেকে “দীপ্ত স্টার হান্ট”

Spread the love

দীপ্ত টিভি নিয়ে আসছে বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয়প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম ‘দীপ্ত স্টার হান্ট’। যা দীপ্ত টিভিতে সম্প্রচারিত হতে যাচ্ছে আজ ১৫ ফেব্রুয়ারি থেকে, প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায়। দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমেও দর্শকরা উপভোগ করতে পারবেন এই গ্রাউন্ডব্রেকিং রিয়েলিটি শো।

দেশের প্রতিটি প্রান্ত থেকে ৩০০০+ নিবন্ধিত প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হয়েছে সেরা ৮০ জন প্রতিযোগী। সেখান থেকেই স্টার কার্ড পাবে মাত্র ৪০ জন। কঠোর অডিশনের কয়েকটি ধাপে উচ্চারণ, অভিনয় দক্ষতা ও দৃঢ় স্ক্রিনপ্রেজেন্সের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে তাদের। কিন্তু কারা তারা তা দেখা যাবে প্রথম পর্ব থেকে।

স্টার কার্ড থেকে এলিমিনেশন রাউন্ড:

ইয়োলো, গ্রিন ও স্টার কার্ডের পরেই প্রতিযোগীরা প্রবেশ করবে এলিমিনেশন রাউন্ডেৃ পরিশ্রম, মেধা আর ভাগ্যের কম্বিনেশনে কারা যাবে চূড়ান্ত পর্যায় পর্যন্ত তা জানতে চোখ রাখতে হবে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। প্রতিযোগীদের পারফরম্যান্স, সম্মানিত জুরিদের মুগ্ধ করার নানান কৌশল এবং পর্দার আড়ালের বিভিন্ন ঘটনা মিলে দর্শকদের সামনে দীপ্ত স্টার হান্ট হাজির হচ্ছে অনন্য সব বিনোদনের সাথে।

তারকা জুরি প্যানেল:

তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলা, দেশের অভিনয় জগতের শীর্ষস্থানীয় এই তিন ব্যক্তিত্ব থাকছেন চূড়ান্ত বিচারকের ভূমিকায়। এছাড়াও, সমু চৌধুরী, আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, গৌতম কৈরী, রোজি সিদ্দিকী, শাহদে আলি সুজন এবং অনিমেষ আইচ অডিশন জুরি হিসেবে নির্বাচন করেছেন প্রতিভাবানদের।

সুপারস্টার হওয়ার পথে সেরা প্রতিযোগীদের সুযোগ:

‘দীপ্ত স্টার হান্ট’ শুধুমাত্র একটি প্রতিযোগিতা না, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের সুপারস্টার তৈরির প্ল্যাটফর্ম। এই রিয়েলিটি শোয়ের বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুবর্ণ সুযোগ। এছাড়াও, কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে করবে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।

নতুন তারকার সন্ধানে দীপ্ত টিভি:

দীপ্ত কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই প্ল্যাটফর্ম থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের শীর্ষ অভিনয়শিল্পীরা। ‘দীপ্ত স্টার হান্ট’ দর্শক বিনোদনের সঙ্গে এ দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ গঠনের এক বিশাল উদ্যোগ। দীপ্ত স্টার হান্টের নির্বাহী প্রযোজক সাইফুর রহমান সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *