শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

মোহাম্মদ মেহেদী হাসানের প্রথম উপন্যাস ‘এক চিলতে রোদ`

Spread the love

এবার অমর একুশে বইমেলা-২০২৫ বই মেলায় লেখক হিসেবে হাতে খড়ি হচ্ছে তরুণ লেখক এবং নির্মাতা মোহাম্মদ মেহেদী হাসানের। প্রকাশ পেয়েছে তার প্রথম উপন্যাস ‘এক চিলতে রোদ` উপন্যাসটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা `শিখা প্রকাশনী’। প্রচ্ছদ করেছেন শাহাদত হোসেন। মেলায় শিখা প্রকাশনীর ১২-১৩-১৪-১৫ নম্বর স্টলে মিলছে ‘এক চিলতে রোদ’।

‘এক চিলতে রোদ’ উপন্যসের প্রেক্ষাপট জানতে চাইলে মোহাম্মদ মেহেদী হাসান বলেন, মেরুন রঙের একটা জীবন, ফাঁকে নীল আকাশ। জীবনের শূন্যস্থান পূরণে মানুষের জীবনে নানান মানুষ নানানভাবে ভালোবাসা নিয়ে আসে। কারো কারো ভালোবাসা বিষাদে পরিণত হয়। আবার কারো কারো ভালোবাসা নিয়ে আসে মুষলধারে বৃষ্টির মাঝে এক চিলতে রোদ হয়ে। যে হঠাৎ করে সমস্ত বিষাদ এক নিমিষে দূর করে দেয়। ‘এক চিলতে রোদ’ ঠিক এমন প্লট নিয়ে লেখা হয়েছে। শত বৃষ্টির মাঝে এক চিলতে রোদ।

প্রথম উপন্যাস প্রকাশের অনুভূতি জানতে চাইলে লেখক বলেন, আসলে একধরনের ভয়, আনন্দের মিশ্রণ, কুণ্ঠা আর উত্তেজনার মিশেল অনুভূতি হচ্ছে প্রথম উপন্যাস। আমি মূলত নাটক বিজ্ঞাপনের মানুষ। খুবই তরুণ এবং নতুন। আর এটা কোন ছোটগল্পও না বা নাটকের গল্প স্ক্রিপ্টও না, একেবারেই উপন্যাস। তাই একটু ভয়-ভয় লাগছে। উপন্যাস লিখবো ইচ্ছা অনেক আগে থেকে ছিলো কিন্তু কখনো সেইভাবে সময় আর সুযোগ হয়ে ওঠেনি। তাই ২০২৪ এ সালের শেষ দিকে ঠিক করলাম লিখবো তাই সেভাবে লেখা শুরু করেছিলাম। এটা লেখার ক্ষেত্রে নিজের মধ্যে একধরনের তাড়না ছিলো। মনে হলো, লিখি। হয়তো আর কিছু না লিখলেও এই উপন্যাসটা আমি লিখতাম। কেন সে প্রশ্নের উত্তর দিচ্ছি না আপাতত। বইটি পাঠকের হাতে পৌঁছাক। পাঠক কীভাবে নেবেন, না নেবেন সে ভাড় সময়ের জন্য তোলা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *