
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শহীদুল ইসলামের প্রেমের কাব্যগ্রন্থ ‘অহর্নিশি ভালোবাসি’। গত বইমেলায় প্রকাশিত কবির প্রথম কাব্যগ্রন্থ ‘জীবন ছবি’র ব্যাপক জনপ্রিয়তার পরে এই বইটি প্রকাশিত হলো। সম্পূর্ণ অফসেট কাগজে রঙীন ছাপানো কাব্যগ্রন্থটি প্রেমিক-প্রেমিকার জন্য অসাধারণ উপহার হতে পারে। ‘ইচ্ছে স্বপ্ন প্রকাশনী’ প্রকাশিত বইটি একুশে বইমেলায় প্রকাশনীর ২৭৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে; অনলাইন পরিবেশক- রকমারি.কম।