শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদ চৌধুরীর অপ্রকাশিত গান এবার এফএম রেডিও

Spread the love

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের স্মরণে গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী রচিত দীর্ঘদিনের অপ্রকাশিত গান “স্মরণে ঋত্বিক” গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শুধুমাত্র এফএম রেডিও প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এবং শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। গানটি সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে এবং সবার প্রশংসা কুড়িয়েছে।

ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস ৬ ফেব্রুয়ারি উপলক্ষে গানের কণ্ঠশিল্পী নাফিস কামাল ঘোষণা দেন যে প্রয়াত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবস ২২ ফেব্রুয়ারি ২০২৫-এ গানটির অ্যানিমেটেড মিউজিক ভিডিও আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।

গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাফিস কামাল, সুর করেছেন সৈয়দ কল্লোল, এবং সংগীতায়োজন করেছেন তুষার রহমান।

গানটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কুল এক্সপোজার, সহযোগিতায় ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অ্যানিমেটেড মিউজিক ভিডিওর প্রডাকশনে রয়েছে স্টুডিও আবোল তাবোল।

প্রযোজক সংস্থা কুল এক্সপোজারের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী মিথুন বলেন, “এই গানটি শুধু সংগীত নয়, বরং দুই কিংবদন্তি শিল্পীর শিল্পচিন্তা ও আবেগের প্রতিফলন। দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর এটি প্রথমবারের মতো প্রকাশিত হলো, যা সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ উপহার।”

গানের অফিসিয়াল অডিও: https://shorturl.at/l4WNy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *