শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

ভালোবাসা দিবসে ‘কে সে’

Spread the love

শুধু অস্তিত্ব অনুভব করে কি ভালোবাসা যায় ? কতটা তীব্র হয় সেই ভালোবাসা? সব ভালোবাসা কি পূর্ণতা পায়? ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুস্তাফা তারিক হাদীর গল্পভাবনা ও নির্মাণে ‘কে সে’! ‘কে সে’ ভালোবাসা দুঃখ ও বিষণ্ণতার গল্প! চিঠির দ্বারা সুখ ও দুঃখ ভাগ করে নেওয়ার গল্প। সে এসেছিল জীবনে, খুব কাছের কেউ হয়ে! আমাদের সবার জীবনেই হুট করে স্পেশাল কারও আগমন ঘটে। তাকে নিয়ে আমরা কত স্বপ্ন বুনে ফেলি মনের অজান্তেই। কিন্তু সেই স্পেশাল মানুষটা কী জীবনকে রাঙাতে পারে?

“কে সে” নামের ফিকশনটি চিত্রায়িত হয় ঢাকার দক্ষিণখানের নোঙ্গর শ্যুটিং হাউজে। রাইয়ান খান’র প্রযোজনায়, তাসফিয়া মেঘলা‘র চিত্রনাট্যে, সিনেমাটোগ্রাফিতে ছিলেন বুলবুল আহমেদ। জুলফিকার আলীর সহপরিচালনায় ফিকশনটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন : প্রান্তর দস্তিদার, রেহনুমা আলম ঐশী, আযম খান, শেখ স্বপ্না, মেধা নাসের প্রমুখ।

এই সময়ের বেশিরভাগ গল্প হয় কমেডি, থ্রিলার, না হয় হরর। কিন্তু এই ভালোবাসা দিবসে মুস্তাফা তারিক হাদী নির্মাণ করলেন প্রেম-দ্রোহের মতো একটি নিটোল প্রেমের গল্পের আখ্যান। এর আগেও নির্মাতা বেশ কিছু কাজ করে হাত পাকিয়েছেন। এটি তার চার নম্বর ফিকশন। এই নির্মাতা বরাবরই গতানুগতিক গল্পের বাইরে এসে তার মুন্সিয়ানা দেখান। সম্প্রতি তিনি এই ভালোবাসা দিবসে আরো একটি বড় বাজেট, বড় তারকার সমন্বয়ে ওয়েব ফিল্মের কাজ শেষ করলেন। নির্মাতা সুত্রে জানা যায় ভালোবাসা দিবসের এই ফিকশনটি দেখা যাচ্ছে Moonlight Entertainmet ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

অসাধারণ সংলাপ, সুন্দর লোকেশন। চমৎকার কাজ। ভীষণ সুন্দর গল্পের চমৎকার নাটকটি দেখতে পারেন এই লিংকে : https://www.youtube.com/watch?v=8WxiigTpr-k

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *