শনিবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন পরিচালক নাজনীন হাসান খান

Spread the love

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন নাজনীন হাসান খান। শনিবার (২২ ফেব্রয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে। নাট্য বিভাগে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে এ পুরষ্কার দেয়া হয়।
এ সময় নাজনীন হাসান খান-এর হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় নাজনীন হাসান খান, ‘আজকের এই সম্মাননা আমার জন্য খুবই অনুপ্রেরণা। আমার কর্মক্ষেত্রের গতিশীলতাকে আরও বৃদ্ধি করবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মাননা ও ভালোবাসা প্রদানের জন্য। আর এই কর্মযজ্ঞে আমার নির্মাণশৈলী থাকবে শুধুই দর্শকের কথা চিন্তা করে’।
এবার বাবিসাস ’২৩-’২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরও পুরষ্কার পান- ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মোঃ ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।
সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হন- শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *