শনিবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

আজ থেকে মাছরাঙা টেলিভিশনে “অনলাইন অফলাইন-সিজন ২”

Spread the love

চার বছর আগে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিলো। তিনশতাধিক পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। দর্শকদের চাহিদার কারণে এবার এই ধারাবাহিকের সিজন ২ পর্দায় আনছে মাছরাঙা টেলিভিশন। আজ ২৪ ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হচ্ছে এই সিজন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে প্রচারিত হবে এটি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, তানজিকা আমিন, চাষী ইসলাম, সাঈদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সালহা খানম নাদিয়া, শামীমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, মিষ্টি ঘোষ, মারুফ মিঠু, রিমু খন্দকার, আনোয়ার হোসাইন, হানিফ পালোয়ান, অর্পন, মাসুদ হারুন প্রমুখ।

গত নাটকের শেষের দিকে যে মানুষগুলো অফলাইনে চলে গিয়েছিলো তার ভেতর সবথেকে বড় নাম কনা। এই গল্পের শুরুতেই কনা ফিরে আসে। ফিরে এসেই কনা রন্টুকে খুঁজতে থাকে। রিশাদের সাথে দেখা হয় তার। রকির সাথে দেখা হয়। কিন্তু কেউ তাকে রন্টুর খোঁজ দেয়না। অবশেষে রন্টুই জানতে পারে কনা এসেছে তার খোঁজে। সে যেন পাগল হয়ে যায় কনার কাছে যাওয়ার জন্য, কনা তখন অপহরণকারীদের কাছে। সেখান থেকে নানান চেষ্টা করে কনাকে ছাড়িয়ে নিয়ে আসে রন্টু। কিন্তু কনা কি সেই আগের কনা আছে? না নেই। দু’জনের মাঝে বিরাট একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় কনার অতীত। রন্টুর এক কথা- সে কনাকে বিয়ে করবে। কনার এক কথা সে রন্টুকে শুধুই ভালোবাসবে। বিয়ে করলেই নাকি ভালোবাসা হারিয়ে যাবে। কনার এসব কথায় রন্টু আবার নিজেকে প্রতারিত ভাবতে শুরু করে। রন্টু আশপাশে মানুষজন, যারা কনাকে সহ্যই করতে পারতোনা; যারা যেকোন মূল্যে কনার কাছে যেতে রন্টুকে সবসময় নিষেধ করতো তারা মিটিমিটি হাসতে শুরু করে। রন্টু সহ্য করতে পারে না। ক্রমাগত এসব মানসিক দ্বন্দে রন্টু যেন পাগল হয়ে যেতে থাকে। সে কি করবে এখন? নতুন চরিত্র ইমরান, পেশায় টেলিভিশন বিজ্ঞাপনের কাষ্টিং ডিরেক্টর, স্বভাবে ভয়বহ রোমান্টিক। রুমাকে রাস্তায় কোথাও দেখে, দেখে রুমাকে তার কাছে সুপার মডেলের সম্ভাবনাময়ী লাগে। রুমাও ইমরানের মুখে এসব শুনে খুব খুশী হয়। খুশী হয়না রিশাদ। ইমরানের সাথে রুমার এই মাখামাখি সে নিতে পারেনা। নানান প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে অনলাইনে ফিরে আসা মানুষগুলো জীবনে সাতপাকে ঘুরতে ঘুরতে আবার অফলাইনে চলে যেতে থাকে।

ধারাবাহিকটি সম্পর্কে পরিচালক সাগর জাহান বলেন, ‘এটি মূলত একটি ট্রেন্ডি প্রোডাকশন। গল্পে অনেক টুইস্ট আছে। প্রথম সিজনের মত এই সিজনও দর্শকদের আনন্দ দিবে। আসলে দর্শকদের ভালোবাসা থেকেই সিজন ২ করার উৎসাহ পেয়েছি। আমার বিশ্বাস এবারও দর্শকদের মন জয় করবে নাটকটি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *